Book Name:Ghos e Pak ki Naseehatain

* নিঃসন্দেহে এই দুনিয়ায় আল্লাহ পাকের দিকে সবচেয়ে বেশি প্রত্যাবর্তনকারী সত্তা হলেন আমাদের আকা মাওলা, মাক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم * অতঃপর তাঁর উসিলায় সাহাবায়ে কিরাম عَلَیْہِمُ الرِّضْوَان আল্লাহ পাকের দিকে প্রত্যাবর্তনকারী * আউলিয়ায়ে কিরাম رَحِمَہُمُ اللهُ السَّلَام আল্লাহ পাকের দিকে প্রত্যাবর্তনকারী * গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ আল্লাহ পাকের দিকে প্রত্যাবর্তনকারী * ইমাম আযম আবু হানিফা * দাতা হুযুর * খাজা মঈন উদ্দিন আজমেরী * বাবা ফরিদ * আলা হযরত رَحِمَہُمُ اللهُ عَلَیْہِمْ اَجْمَعِیْنমোটকথা সকল আউলিয়ায়ে কিরামই اَلْحَمْدُ لِلّٰه আল্লাহ পাকের দিকে প্রত্যাবর্তনকারী

"এখন আয়াতের অর্থ যেন এমন হবে: * হে মানুষ! আমার মাহবুব, রাসূল মাকবূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর পথে চল! * সাহাবায়ে কিরাম عَلَیْہِمُ الرِّضْوَان এর পথে চল...! * আউলিয়ায়ে কিরামের পথে চল...! * আশিকানে রাসূল উলামাদের পথে চল!"

(তাফসীরে কুরতুবি, পারা ২১, সূরা লুকমান, ১৫ নং আয়াতের পাদটিকা, /৪২)

কেন? কারণ, এই লোকেরাই হকের পথে আছেন, এই লোকেরাই জান্নাতের পথে আছেন, এই লোকেরাই আল্লাহ পাকের পথে আছেন, এই লোকেরাই সিরাতুল মুস্তাকিমের (অর্থাৎ সরল পথের) উপর আছেন সুতরাং যখন আমরা তাদের পবিত্র জীবনচরিত থেকে আলো গ্রহণ করে, তাদের বাণী পড়ে, বুঝে, সেগুলোর উপর আমল করে এই পবিত্র মনিষীদের পথে চলব, তখন তাদের উসিলায় আমরাও সরল পথের মুসাফির হয়ে যাব এবং اِنْ شَآءَ الله তাঁদের পদাঙ্ক অনুসরণ করে অবশেষে জান্নাতে পৌঁছে যাব

صَلُّوْا عَلَی الْحَبِیْب!         صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد