Book Name:Fazail e Hasnain e Karimain

صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর আহলে বাইতে আতহার  رَضِیَ اللهُ عَنْہُمْ اَجْمَعِين এবং বিশেষত হাসানাইন কারিমাইন رَضِیَ اللهُ عَنْہُمَا এর খুব খেয়াল রাখতেন যেমনটি

 

সিদ্দীকে আকবরের ইমাম হাসানের প্রতি ভালবাসা

হযরত আবু বকর সিদ্দীক رَضِیَ اللهُ عَنْہُ যখন মু'মিনদের আমীর এবং মুসলমানদের খলীফা নির্বাচিত হলেন, তখন রাসূল করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সাথে সম্পর্কের কারণে তিনি رَضِیَ اللهُ عَنْہُ আহলে বাইতে আতহার رَضِیَ اللهُ عَنْہُمْ اَجْمَعِين এর খুব খেয়াল রাখতেন এবং আহলে বাইতে আতহার এর ব্যাপারে বলতেন যে "নবী করীম, রউফুর রহীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর আত্মীয়-স্বজন আমার নিজের আত্মীয়-স্বজনের চেয়ে বেশি প্রিয়"

(বুখারী, /২৯, হাদীস: ৪০৩৬)

ফারূকে আযমের ইমাম হুসাইনের প্রতি গভীর ভালবাসা

হযরত ইমাম হুসাইন رَضِیَ اللهُ عَنْہُ বলেন: আমি একদিন আমীরুল মু'মিনীন হযরত উমর ফারূকে আযম رَضِیَ اللهُ عَنْہُ এর ঘরে গেলাম, কিন্তু তিনি رَضِیَ اللهُ عَنْہُ হযরত আমীর মুআবিয়া رَضِیَ اللهُ عَنْہُ এর সাথে একান্তে কথা বলছিলেন এবং তাঁর رَضِیَ اللهُ عَنْہُ পুত্র হযরত আব্দুল্লাহ رَضِیَ اللهُ عَنْہُ দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন কিছুক্ষণ অপেক্ষা করার পর তিনি যখন ফিরে যেতে লাগলেন, তখন তাঁর সাথে আমিও ফিরে এলাম পরে আমীরুল মু'মিনীন হযরত উমর ফারূকে আযম رَضِیَ اللهُ عَنْہُ এর সাথে আমার দেখা হলে আমি আরয করলাম: "হে আমীরুল মু'মিনীন! আমি আপনার কাছে গিয়েছিলাম, কিন্তু আপনি হযরত আমীর মুআবিয়া رَضِیَ اللهُ عَنْہُ এর সাথে কথা বলছিলেন আপনার পুত্র আব্দুল্লাহ رَضِیَ اللهُ عَنْہُ বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন (আমি ভাবলাম, যখন পুত্রকেই ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না, তখন আমার কীভাবে হতে পারে?), তাই আমি তাঁর সাথেই ফিরে গেলাম" তখন আমীরুল মু'মিনীন হযরত ফারূকে আযম رَضِیَ اللهُ عَنْہُ বললেন: হে আমার পুত্র হুসাইন! আমার সন্তানের চেয়েও তোমার এই বিষয়ে (বেশি) অধিকার আছে যে, তুমি ভেতরে আসবে আমাদের মাথার উপর যে চুল গজিয়েছে, তা আল্লাহ্‌ করীমের পর কে গজিয়েছেন, তোমরা, সাদাতে কিরামই তো গজিয়েছ

(তারিখে ইবনে আসাকির, খণ্ড ১৪, পৃষ্ঠা ১৭৫)