Book Name:Fazail e Hasnain e Karimain
নিজের দুঃখের কথা না শুনিয়ে এবং অভাবের কারণে আল্লাহর পানাহ! রব্বুল করীমের সত্তার উপর অযৌক্তিক অভিযোগ করে নিজের (জিহ্বা) থেকে কুফরী কথা বলার পরিবর্তে, এই পরীক্ষা ও কষ্টের (মোকাবেলা) ধৈর্য ও সহনশীলতার সাথে করা উচিত। কারণ বিপদ ও বালা-মুসিবত গুনাহের কাফফারা এবং মর্যাদায় উন্নতির কারণ হয়।
আল্লাহ্র মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেছেন: যখন কিয়ামতের দিন (অর্থাৎ রোগী ও বিপদগ্রস্তদের) সওয়াব দেওয়া হবে, তখন (সুস্থ) ব্যক্তিরা আকাঙ্ক্ষা করবে যে, হায়! দুনিয়াতে যদি আমাদের চামড়া কাঁচি দিয়ে কাটা হতো। (তিরমিযী, ৪/১৮০, হাদীস: ২৪১০, দারুল ফিকর বৈরুত)
নেক আমল নম্বর ২১ এর প্রতি উৎসাহ প্রদান
প্রিয় ইসলামী ভাইয়েরা! নিজেদের অন্তরে আল্লাহ্র ভয় ও মুস্তফার প্রেম এবং আহলে বাইত ও সাহাবায়ে কিরাম عَلَیْہِمُ الرِّضْوَان এর ভালবাসা সৃষ্টি করার জন্য দা'ওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান, জেলী হালকার ১২টি দ্বীনি কাজে অংশ নিন। ১২টি দ্বীনি কাজের মধ্যে একটি দ্বীনি কাজ হলো নেক আমলের পুস্তিকা পূরণ (Fill) করা। এই পুস্তিকায় ৭২টি নেক আমল প্রশ্ন-উত্তর আকারে দেওয়া হয়েছে। এই নেক আমলগুলোর মধ্যে একটি নেক আমল নম্বর ২১ হলো এই যে, আজ কি আপনি ফজরের জন্য জাগিয়েছেন?
প্রিয় ইসলামী ভাইয়েরা! এই নেক আমলের উপর আমল করার বরকতে আমরা ফজরের নামাযের ধারাবাহিকাতও লাভ করব এবং হযরত উমর رَضِیَ اللهُ عَنْہُ এর ফজরের জন্য অন্যদের জাগানোর সুন্নাতের উপর আমলও হয়ে যাবে।
সাদাতে কিরামের তা'যীমের আদব সম্পর্কে মাদানী ফুল
প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন! সাদাতে কিরামের তা'যীমের আদব সম্পর্কে কিছু মাদানী ফুল শোনার সৌভাগ্য অর্জন করি। প্রথমে ২টি ফরমান-ই-মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم লক্ষ্য করুন।