Book Name:Fazail e Hasnain e Karimain

শেরে খোদার ইমাম হাসানের প্রতি ভালবাসা

হযরত আসবাগ বিন নুবাতা رَضِیَ اللهُ عَنْہُ বলেন: একবার হযরত ইমাম হাসান মুজতবা رَضِیَ اللهُ عَنْہُ অসুস্থ হয়ে পড়লে আমীরুল মু'মিনীন হযরত আলী মুরতাজা رَضِیَ اللهُ عَنْہُ তাঁকে দেখতে যান আমরাও তাঁর সাথে দেখতে গিয়েছিলাম আমীরুল মু'মিনীন হযরত আলী মুরতাজা رَضِیَ اللهُ عَنْہُ তাঁর কুশল জিজ্ঞাসা করে বললেন: হে রাসূলের দৌহিত্র! এখন (শারীরিক অবস্থা) কেমন? আরয করলেন: اَلْحَمْدُ لِلّه ভালো আছি তিনি رَضِیَ اللهُ عَنْہُ  বললেন: আল্লাহ্‌ পাক চাইলে ভালোই থাকবে এরপর হযরত ইমাম হাসান رَضِیَ اللهُ عَنْہُ আরয করলেন: আমাকে (ভর) দিয়ে বসিয়ে দিন আমীরুল মু'মিনীন হযরত আলী رَضِیَ اللهُ عَنْہُ তাঁকে নিজের বুকের সাথে ঠেস দিয়ে বসিয়ে দিলেন এরপর হযরত ইমাম হাসান رَضِیَ اللهُ عَنْہُ বললেন: একদিন আমার নানা জান, রহমতে আলামিয়ান صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আমাকে বলেছিলেন: হে আমার পুত্র! জান্নাতে একটি গাছ আছে, যাকে (শাজারাতুল বালওয়া) বলা হয় পরীক্ষায় পতিত লোকদেরকে কিয়ামতের দিন সেই গাছের কাছে জমা করা হবে, যখন কোনো মীযান রাখা হবে না এবং কোনো আমলনামা খোলা হবে না, তাদেরকে পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে এরপর সরকারে দো-আলম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এই আয়াত মুবারাকা তিলাওয়াত করলেন,

اِنَّمَا یُوَفَّی الصّٰبِرُوْنَ اَجْرَھُمْ بِغَیْرِ حِسَابٍ

(পারা ২৩, আয-যুমার, আয়াত ১০)           কানযুল ঈমানের অনুবাদ: ধৈর্য্যশীলদেরকেই তাদের প্রতিদান পরিপূর্নভাবে দেওয়া হবে অগনিত ভাবে

 (কিতাবুদ দু' লিত তাবারানী, পৃষ্ঠা ৩৪৭)

 

্রিয় ইসলামী ভাইয়েরা! বর্ণিত ঘটনা থেকে যেখানে আমীরুল মু'মিনীন হযরত আলী رَضِیَ اللهُ عَنْہُ এর শাহজাদা ইমাম হাসান رَضِیَ اللهُ عَنْہُ এর প্রতি ভালবাসার কথা জানা গেল, সেখানেই ইমাম হাসান رَضِیَ اللهُ عَنْہُ এর বর্ণিত ফরমান--মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم থেকে এটাও জানা গেল যে, পেরেশানি, বিপদ ও পরীক্ষায় ধৈর্য ধারণকারীদেরকে কিয়ামতের দিন তাদের ধৈর্যের পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে। স্মরণ রাখবেন! আল্লাহ্‌ পাকের প্রতিটি কাজে হাজার হাজার হিকমত (লুকিয়ে) থাকে, যা আমাদের জানা নেই। সুতরাং, প্রত্যেকের সামনে নিজের পেরেশানি, (দারিদ্র্য) ও অভাবের কান্না না কেঁদে,