Book Name:Fazail e Hasnain e Karimain
সাদাতে কিরামের তা'যীমের আদব সম্পর্কে
অবশিষ্ট মাদানী ফুল
* আল্লাহ্ পাকের রহমত হয়ে দুনিয়াতে তাশরীফ আনা নবীয়ে করীম
صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর তা'যীম ও সম্মানের মধ্যে এটাও অন্তর্ভুক্ত যে, যে সমস্ত জিনিস হুযুর صَلَّی
اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সাথে সম্পর্ক রাখে, সেগুলোর তা'যীম করা। (আশ-শিফা, খণ্ড ২, পৃষ্ঠা ৫২)
* তা'যীমের জন্য না কোনো (দৃঢ়বিশ্বাস) দরকার, আর না কোনো বিশেষ সনদের প্রয়োজন। সুতরাং, যারা সাইয়্যিদ বলে পরিচিত, তাদের তা'যীম করা উচিত। (সাদাতে কিরাম কি আযমত, পৃষ্ঠা ১৪)
* যে বাস্তবে সাইয়্যিদ নয় এবং জেনে-শুনে (ইচ্ছাকৃতভাবে) সাইয়্যিদ হওয়ার দাবি করে, সে (অভিশপ্ত)। তার না কোনো ফরয কবুল হবে, না নফল। (সাদাতে কিরাম কি আযমত, পৃষ্ঠা ১৬)
* যদি কোনো বদ-মাযহাব সাইয়্যিদ হওয়ার দাবি করে এবং তার বদ-মাযহাবী কুফরের পর্যায়ে পৌঁছে যায়, তবে তার তা'যীম কখনো করা যাবে না। (সাদাতে কিরাম কি আযমত, পৃষ্ঠা ১৭)
* সাদাতে কিরামের তা'যীম আমাদের শাফাআতকারী আকায়ে করীম
صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর তা'যীম।
(ফতোওয়ায়ে রযবীয়া / সংগৃহীত, সাদাতে কিরাম কি আযমত, পৃষ্ঠা ৮)
* দ্বীনি উস্তাদও সাইয়্যিদকে মারা থেকে বিরত থাকবে।
(কুফরী কালামাত কে বারে মে সাওয়াল জওয়াব, পৃষ্ঠা ২৮৪)
* সাদাতে কিরামকে এমন কাজে কর্মচারী রাখা যেতে পারে, যাতে কোনো অপমান নেই। তবে অপমানজনক কাজে তাদেরকে কর্মচারী রাখা জায়েয নয়। (সাদাতে কিরাম কি আযমত, পৃষ্ঠা ১২)
* সাইয়্যিদকে সাইয়্যিদ হিসেবে (অর্থাৎ তিনি সাইয়্যিদ হওয়ার কারণে) অপমান করা কুফর। (কুফরী কালামাত কে বারে মে সাওয়াল জওয়াব, পৃষ্ঠা ২৭৬)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد