Book Name:Fazail e Hasnain e Karimain
হুযুর সাইয়্যিদে আলম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
এর খিদমতে পেশ করেন। তিনি
صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ডান কানে আযান এবং বাম কানে ইকামত দিয়েছিলেন এবং হযরত মাওলা আলী মুরতাজা رَضِیَ
اللهُ عَنْہُ এর কাছে জিজ্ঞাসা করলেন: তুমি এই শান ও শওকতের অধিকারী সন্তানের কী নাম রেখেছো? আরয করলেন: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
আমার কী সাধ্য যে আপনার অনুমতি ছাড়া নাম রাখার ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করি, তবে আপনি যেহেতু জিজ্ঞাসা করেছেন, আমার ইচ্ছা "হারব"
নাম রাখা হোক, বাকিটা হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
এর ইচ্ছা। তখন তিনি صَلَّی
اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাঁর নাম "হাসান"
রাখলেন। (সাওয়ানেহে কারবালা, পৃষ্ঠা ৯২, সংক্ষেপিত)
তাঁর رَضِیَ اللهُ عَنْہُ ছোট ভাই, সাইয়্যিদুশ শুহাদা, হযরত ইমাম হুসাইন رَضِیَ اللهُ عَنْہُ এর জন্ম ৫ই শা'বানুল মু'আজ্জম, ৪ হিজরীতে মদীনা মুনাওয়ারায় হয়েছিল। তাঁর رَضِیَ اللهُ عَنْہُ নাম হুযুরে পুরনূর, শাফেয়ে ইয়াওমুন নুশুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم "হুসাইন" এবং "শাব্বীর" রেখেছিলেন, আর তাঁর رَضِیَ اللهُ عَنْہُ কুন্নিয়াত "আবু আব্দুল্লাহ" এবং তাঁর رَضِیَ اللهُ عَنْہُ উপাধিও "সিবতে রাসূল" এবং "রাইহানাতুর রাসূল" (রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর ফুল)। তিনিও তাঁর বড় ভাইয়ের মতো জান্নাতী যুবকদের সর্দার। (উসদুল গাবা, ১১৭৩- আল হুসাইন বিন আলী, পৃষ্ঠা ২৫, ২৬ । সিয়ারু আলামিন নুবালা, ২৭০। আল হুসাইন আশ-শাহীদ... ইত্যাদি, ৪ /৪০২-৪০৪)
প্রিয় ইসলামী ভাইয়েরা! আমরা এইমাত্র শুনলাম যে, নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাঁর প্রিয় দৌহিত্রদের নাম নিজে পছন্দ করে দিয়েছিলেন। আসুন! এই প্রসঙ্গে নাম রাখার কিছু আদবও শুনে নিই।
স্মরণ রাখবেন! ভালো নাম রাখা সন্তানের অধিকারের মধ্যে অন্যতম এবং এটি পিতা-মাতার পক্ষ থেকে সন্তানের জন্য প্রথম ও মৌলিক উপহার, যা সে সারাজীবন নিজের বুকের সাথে লাগিয়ে রাখে। এমনকি হাশরের ময়দানেও তাকে সেই নামেই রব্বুল করীমের দরবারে ডাকা হবে।