Book Name:Fazail e Hasnain e Karimain
বসাইট www.dawateislami.net থেকেও এই বইটি পড়া যাবে, ডাউনলোড (Download) এবং প্রিন্ট আউট (Print Out) করাও যাবে।
হাসানাইন কারিমাইন এর ফযীলত হাদীসের আলোকে
প্রিয় ইসলামী ভাইয়েরা! নবী করীম, রউফুর রহীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বিভিন্ন সময়ে এই মহান ব্যক্তিদের এমন শান ও মাহাত্ম্য বর্ণনা করেছেন, যা শুনে اِنْ شآءَ الله আমাদের অন্তরে হাসানাইন কারিমাইন رَضِیَ اللهُ عَنْہُمَا এর ভালোবাসা বৃদ্ধি পাবে। আসুন! তাঁদের শান ও মাহাত্ম্য সম্পর্কিত কিছু ফরমান-ই-মুস্তফা শুনি। যেমন
ইরশাদ করেছেন: مَنْ اَحَبَّ الْحَسَنَ وَالْحُسَیْنَ فَقَدْ اَحَبَّنِیْ وَمَنْ اَبْغَضَھُمَا فَقَدْ اَبْغَضَنِیْ অর্থাৎ যে ব্যক্তি এই দুইজনকে ভালবাসল, সে আমাকে ভালবাসল এবং যে তাদের সাথে শত্রুতা করলো, সে আমার সাথে শত্রুতা করলো।
(ইবনে মাজাহ, ১/৯৬, হাদীস: ১৪৩)
ইরশাদ করেছেন: هُمَا رَيْحَانَتَايَ مِنَ الدُّنْيَا অর্থাৎ হাসান ও হুসাইন (رَضِیَ اللهُ عَنْہُمَا) দুনিয়াতে আমার দুটি ফুল। (বুখারী, ২/৫৪৭, হাদীস: ৩৭৫৩)
ইরশাদ করেছেন: অর্থাৎ হাসান ও হুসাইন (رَضِیَ اللهُ عَنْہُمَا) জান্নাতী যুবকদের সর্দার। (তিরমিযী, ৫/৪২৬, হাদীস:৩৭৯৩)
হাসানাইন কারিমাইন এর প্রতি ভালাবাসা ওয়াজিব
হযরত আব্দুল্লাহ বিন আব্বাস رَضِیَ اللهُ عَنْہُمَا বলেন: যখন (পারা ২৫, সূরা আশ-শূরা এর) এই আয়াত মুবারাকা নাযিল হলো:
قُلْ لَّاۤ اَسْـَٔلُکُمْ عَلَیْہِ اَجْرًا اِلَّا الْمَوَدَّۃَ فِی الْقُرْبٰی
(পারা ২৫, শূরা, আয়াত ১) কানযুল ঈমানের অনুবাদ: আপনি বলুন, আমি সেটার জন্য তোমাদের নিকট থেকে কোন পারিশ্রমিক চাই না, কিন্তু নিকট আত্নীয়তার ভালোবাসা।
তখন সাহাবায়ে কিরাম عَلَیْہِمُ الرِّضْوَان আরয করলেন: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! আপনার সেই নিকটাত্মীয় কারা, যাদেরকে ভালাবাসা আমাদের উপর ওয়াজিব? তখন