Book Name:Fazail e Hasnain e Karimain

তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন: আলী মুরতাজা, ফাতিমাতুয যাহরা (رَضِیَ اللهُ عَنْہُمَا) এবং তাদের দুই পুত্র (অর্থাৎ হযরত ইমাম হাসান ইমাম হুসাইন رَضِیَ اللهُ عَنْہُمَا

(মু'জামুল কবীর, হাদীস: ২৬৪১)

 

প্রিয় ইসলামী ভাইয়েরা! জানা গেল! পবিত্র আহলে বাইত
رَضِیَ اللهُ عَنْہُمْ اَجْمَعِين এর ভালোবাসা ওয়াজিব জরুরী প্রত্যেক মুসলমানের নিকট নিজের জান-মাল, ইজ্জত-সম্মান, মা-বাবা এবং সন্তানের চেয়েও বেশি প্রিয় "আহলে বাইতে কিরাম رَضِیَ اللهُ عَنْہُمْ اَجْمَعِين" হওয়া উচিত এই মুবারক ব্যক্তিদের ভালবাসা, সাইয়্যিদে আলম  صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمএর ভালবাসা এবং হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم  এর ভালবাসা ঈমানে কামিলের চিহ্ন যেমনটি

 

নবীয়ে রহমত, শফীয়ে উম্মত صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মহান ফরমান: لَا یُوْمِنُ عَبْدٌحَتّٰی اَکُوْنَ اَحَبَّ اِلَیْہِ مِنْ نَفْسِہٖ  "অর্থাৎ কোনো বান্দা ততক্ষণ পর্যন্ত পূর্ণ মু'মিন হতে পারে না, যতক্ষণ না সে আমাকে নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসে, এবং আমার সত্তা তার সত্তার চেয়ে প্রিয় না হয়" وَذَاتِیْ اَحَبَّ اِلَیْہِ مِنْ ذَاتِہِ وَتَکُوْنَ عِتْرتِیْ اَحَبَّ اِلَیْہِ مِنْ عِتْرَتِہِ "এবং আমার সন্তান-সন্ততি তার নিজের সন্তান-সন্ততির চেয়ে বেশি প্রিয় না হয়," وَاَهْلِیْ اَحَبَّ اِلَیْہِ مِنْ اَہْلِہِ এবং আমার আহলে বাইত (رَضِیَ اللهُ عَنْہُمْ اَجْمَعِين) তার নিজের পরিবারের চেয়ে বেশি প্রিয় না হয়" (শুআবুল ঈমান, /১৮৯, হাদীস: ১৫০৫)

 

আহলে বাইতে আতহার এর ফযীলত

প্রিয় ইসলামী ভাইয়েরা! আহলে বাইতে আতহার عَلَیْہِمُ الرِّضْوَان এর শানে আল্লাহ্‌ করীম পারা ২২, সূরাতুল আহযাবের ৩৩ নম্বর আয়াতে ইরশাদ করেন:

اِنَّمَا یُرِیْدُ اللّٰہُ لِیُذْھِبَ عَنْکُمُ الرِّجْسَ اَھْلَ الْبَیْتِ وَ یُطَہِّرَکُمْ تَطْہِیْرًا

                                  কানযুল ঈমানের অনুবাদ: আল্লাহ তো এটাই চান যে, হে নবীর পরিবারবর্গ যে,তোমাদের থেকে প্রত্যেক অপবিত্রতা দূরীভূত করে দেবেন এবং তোমাদেরকে পবিত্র করে খুব পরিচ্চন্ন করে দেবেন