Book Name:Fazail e Hasnain e Karimain
عَنْہُنَّ) এর মধ্যে হযরত আয়েশা সিদ্দীকা, যিনি রব্বুল আলামীনের মাহবুবের মাহবুবা, এবং বন্ধু ও সঙ্গীদের মধ্যে (আমীরুল মু'মিনীন) হযরত আবু বকর সিদ্দীক رَضِیَ اللهُ عَنْہُ অত্যন্ত প্রিয়। আরও বলেন: হুযুর (صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم) তাঁদেরকে কেনইবা শুঁকবেন না, তাঁরা দু’জন তো হুযুর (صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم) এর ফুল ছিলেন, আর ফুল তো শোঁকার জন্যই হয়। তাঁদেরকে বুকে লাগানো, জড়িয়ে ধরাটা ছিল চরম ভালোবাসা ও স্নেহের প্রকাশ। এ থেকে জানা গেল যে, ছোট বাচ্চাদেরকে শোঁকা, তাদের সাথে স্নেহ করা, তাদেরকে কোলে নেয়া, জড়িয়ে ধরাটা রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সুন্নাত।
(মিরআতুল মানাজীহ, ৮/৪১৮)
আসুন! আমরাও এই মহান ব্যক্তিদের ভালোবাসাকে নিজেদের অন্তরে আরও মজবুত করার এবং তাঁদের জীবনী ও চরিত্র অনুযায়ী আমল করার নিয়্যতে তাঁদের উত্তম আলোচনা শ্রবণ করি।
নাম, কুন্নিয়াত (উপনাম) ও উপাধি:
হাসানাইন কারিমাইন رَضِیَ اللهُ عَنْہُمَا এর মধ্যে বড় হলেন হযরত ইমাম হাসান মুজতবা رَضِیَ اللهُ عَنْہُ তাঁর رَضِیَ اللهُ عَنْہُ কুন্নিয়াত "আবু মুহাম্মদ" এবং উপাধি "তাকী ও সাইয়্যিদ", আর প্রচলিত উপাধি "সিবতে রাসূল"। তাঁকে "রাইহানাতুর রাসূল"ও বলা হয়। তিনি رَضِیَ اللهُ عَنْہُ জান্নাতী যুবকদের সর্দার। তাঁর رَضِیَ اللهُ عَنْہُ বরকতময় জন্ম ১৫ই রমযানুল মুবারক, ৩য় হিজরীর রাতে মদীনা তাইয়্যিবায় হয়েছিল। হুযুর সাইয়্যিদে আলম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
সপ্তম দিনে তাঁর رَضِیَ اللهُ عَنْہُ আকীকা করেন, চুল মুণ্ডন করা হয় এবং চুলের ওজনের সমপরিমাণ রূপা সদকা করার আদেশ দেয়া হয়।
(তারিখুল খুলাফা, পৃষ্ঠা ১৩৯ ও রওযাতুশ শুহাদা (অনূদিত), ষষ্ঠ অধ্যায়, ১/৩৯৬)
তাঁর (رَضِیَ اللهُ عَنْہُ) নাম ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আসখিয়া صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم রেখেছিলেন। সম্পূর্ণ ঘটনাটি এরূপ যে, হযরত আসমা বিনতে উমাইস رَضِیَ اللهُ عَنْہَا রিসালাতের দরবারে হযরত ইমাম হাসান رَضِیَ اللهُ عَنْہُ এর জন্মের সুসংবাদ শোনান। তখন নবী করিম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাশরীফ আনেন এবং বলেন: আসমা! আমার (সন্তান) কে নিয়ে এসো। হযরত আসমা رَضِیَ اللهُ عَنْہَا ইমাম হাসান رَضِیَ اللهُ عَنْہُ কে একটি কাপড়ে জড়িয়ে