Book Name:Fazail e Hasnain e Karimain

    হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন! * ইলমে দ্বীন শেখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকবো
* নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো

صَلُّوْا عَلَی الْحَبِیْب!           صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

    اَلْحَمْدُ لِلّه মুহাররামুল হারাম শরীফের বরকতময় মাস চলমান রয়েছে এই মুবারক মাসের সাথে আহলে বাইত আতহার رَضِیَ اللهُ عَنْہُمْ اَجْمَعِين এবং ইমামে আলী মাকাম, হযরত ইমাম হাসান মুজতবা এবং ইমাম হুসাইন رَضِیَ اللهُ عَنْہُمَا এর এক বিশেষ সম্পর্ক রয়েছে আসুন! উপলক্ষ্যে হাসানাইন কারিমাইন رَضِیَ اللهُ عَنْہُمَا এর শান মাহাত্ম্য সম্পর্কে শোনার সৌভাগ্য অর্জন করি নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এই দুই শাহজাদাকে খুব বেশি ভালবাসতেন যেমনটি

হযরত আনাস বিন মালিক رَضِیَ اللهُ عَنْہُ বলেন, রাসূলে পাক
صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে জিজ্ঞাসা করা হলো যে, আহলে বাইত رَضِیَ اللهُ عَنْہُمْ اَجْمَعِين  এর মধ্যে আপনার নিকট সবচেয়ে প্রিয় কে? ইরশাদ করলেন: হাসান হুসাইন رَضِیَ اللهُ عَنْہُمَا তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم হযরত ফাতিমাতুয যাহরা رَضِیَ اللهُ عَنْہَا কে বলতেন, আমার সন্তানদের আমার কাছে ডাকো এরপর তাঁদেরকে শুঁকতেন এবং নিজের সাথে জড়িয়ে নিতেন

(তিরমিযী, /৪২৮, হাদীস:৩৭৯৭)

 

    প্রসিদ্ধ মুফাসসিরে কুরআন, হাকীমুল উম্মত হযরত মুফতী আহমদ ইয়ার খান رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এই হাদীস শরীফের ব্যাখ্যায় বলেন: ভালোবাসার অনেক প্রকার রয়েছে: সন্তানের সাথে ভালোবাসা এক প্রকারের, স্ত্রীদের সাথে আরেক প্রকারের এবং বন্ধুদের সাথে অন্য প্রকারের। সন্তানদের মধ্যে হযরত হাসানাইন (رَضِیَ اللهُ عَنْہُمَا) অত্যন্ত প্রিয়, স্ত্রীগণ (رَضِیَ اللهُ