Book Name:ALLAH Pak Se Muhabbat Karne Walon Ke Waqiaat

صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর অসন্তুষ্টির কাজ থেকে বেঁচে রাব্বুল আলামীনের সন্তুষ্টি মোতাবেক তার দিন-রাত অতিবাহিত করতে পারে (আদাবে মুর্শিদে কামিল, পৃ. ১৩) * যে ব্যক্তি সকল শর্ত পূরণকারী কোনো শায়খের হাতে বাইয়াত হয়ে গেছে, তার জন্য অন্য কারো হাতে বাইয়াত হওয়া উচিত নয়(ফতোয়ায়ে রযবিয়া, ২৬/৫৭৯) * হুযুর গাউসে পাক  رَضِیَ اللهُ عَنْہُ  এর মুরীদ হওয়ার মধ্যে ঈমানের হিফাযত, মৃত্যুর পূর্বে তাওবার তৌফিক, জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাতে প্রবেশের মতো মহান উপকারিতা রয়েছে (ফিকরে মদীনা, পৃ. ১৬১) * মুরীদ হতে বিলম্ব করা উচিত নয়(আদাবে মুর্শিদে কামিল, পৃ. ২২) * এক মুরীদ এর দুই জন শায়খ (পীর) হতে পারে না (ফতোয়ায়ে রযবিয়া, ২১/৫৮০) * যার কোনো পীর নেই, শয়তান তার পীর (ফতোয়ায়ে রযবিয়া, ২৬/৫৭৫)

 

ঘোষণা

    বাইয়াত হওয়ার অবশিষ্ট মাদানী ফুল তরবিয়্যতী হালকায় বয়ান করা হবে অতএব এগুলো জানতে তরবিয়্যতী হালকায় অবশ্যই অংশগ্রহণ করুন

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক ইজতিমায় পঠিত
৬টি দরূদ শরীফ ও ২টি দোয়া

 (১) বৃহস্পতিবার রাতের দরূদ শরীফ:

اَللّٰہُمَّ صَلِّ وَسَلِّمْ وَبَارِكْ عَلٰی سَیِّدِنَامُحَمَّدِنِ النَّبِیِّ الْاُمِّیِّ الْحَبِیْبِ الْعَالِی الْقَدْرِالْعَظِیْمِ الْجَاهِ وَعَلٰی اٰلِہٖ وَصَحْبِہٖ وَسَلِّمْ

            বুযুর্গরা বলেছেন: যে ব্যক্তি প্রত্যেক জুমার রাতে (বৃহস্পতিবার দিবাগত রাত) এ দরূদ শরীফ নিয়মিতভাবে কমপক্ষে একবার পাঠ করবে মৃত্যুর সময় রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর যিয়ারত লাভ করবে এবং কবরে প্রবেশ করার সময়