Book Name:ALLAH Pak Se Muhabbat Karne Walon Ke Waqiaat
নিদর্শন হলো কোরআনে করীমের ভালবাসা এবং হুযুরে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সুন্নাতের প্রতি আসক্তি রাখা। (মুকাশাফাতুল কুলুব, ৭১ পৃষ্ঠা)
(২) “আল্লাহ পাকের ভালবাসা”র ১টি নিদর্শন এটাও যে, ফরয আদায়ের পাশাপাশি নফলেরও নিয়মানুবর্তিতা করা এবং এটা তো সেই কাজ যা ভালবাসা পোষণকারীদেরকে আল্লাহ পাকের প্রিয় এবং পছন্দনীয় বান্দা বানিয়ে দেয়।
আল্লাহ পাকের নৈকট্য অর্জনের উপায়
হযরত আবু হুরায়রা رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত যে, নবীদের সর্দার, দু’জাহানের তাজেদার صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যে কোন ওলীকে কষ্ট দিলো আমি তার সাথে যুদ্ধের ঘোষণা করলাম এবং বান্দা আমার নৈকট্য সবচেয়ে বেশী ফরযের মাধ্যমে অর্জন করে এবং নফলের মাধ্যমে ধারাবাহিকভাবে নৈকট্য অর্জন করে এমনকি আমি তাকে ভালবাসতে থাকি। (বুখারী, কিতাবুর রিকাক, ৪/২৪৮, হাদীস ৬৫০২)
(৩) “আল্লাহ পাকের ভালবাসা”র আরো ১টি নিদর্শন হলো, আল্লাহ পাকের যিকিরে ব্যস্ত থাকা এবং আল্লাহ পাকের ভালবাসা অর্জনের উপায়ও বটে। আল্লাহ পাক ইরশাদ করেন:
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوا اذْكُرُوا اللّٰهَ ذِكْرًا كَثِیْرًاۙ(۴۱)
وَّ سَبِّحُوْهُ بُكْرَةً وَّ اَصِیْلًا(۴۲)
(পারা ২২, সূরা আহযাব, আয়াত ৪১,৪২)
কানযুল ঈমানের অনুবাদ: হে ঈমানদারগণ! আল্লাহকে অধিক স্মরণ করো এবং সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ঘোষণা করো।
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মহত্বপূর্ণ ইরশাদ হচ্ছে: مَنْ اَحَبَّ شَیْأً اَکْثَرَ ذِکْرَہٗ যে ব্যক্তি যাকে ভালবাসে, অধিকাংশ তারই আলোচনা করে থাকে। (কানযুল উম্মাল, ১/২১৭, হাদীস ১৮২৫)