Book Name:ALLAH Pak Se Muhabbat Karne Walon Ke Waqiaat

অগাম্ভীর্য আচরণকারী, ফ্যাশন পুজারী এবং বেনামাযীর সঙ্গ থেকে বেঁচে থাকা উচিৎ

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                         صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

১২টি দ্বীনি কাজের মধ্যে একটি দ্বীনি কাজদরস

প্রিয় ইসলামী ভাইয়েরা! আল্লাহ পাকের প্রতি ভালবাসা বৃদ্ধি করতে, আল্লাহ পাকের সন্তুষ্টি পেতে, অন্তরে খোদাভীতি জাগাতে, ঈমার হিফাযতের অস্থিরতা বাড়াতে, নিজেরকে কবরের আযাবের প্রতি ভীত সন্ত্রস্থ করতে, গুনাহের অভ্যাস মিটাতে, নিজেকে সুন্নাতের অনুসারী বানাতে, অন্তরে ইশকে রাসূলের প্রদিপ জ্বালাতে এবং জান্নাতুল ফিরদাউসে মক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রতিবেশীত্ব অর্জনের আগ্রহ বৃদ্ধি করতে উত্তম পরিবেশ এবং নেক লোকের সঙ্গ খুবই প্রয়োজন, কেননা আজ সমাজের বর্ণনাতীত অবস্থায় গুনাহের ভয়াবহ বন্যার ন্যায় ভাসিয়ে নিয়ে যাচ্ছে, এরই মাঝে আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশ কোন মহান নেয়ামতের চেয়ে কম নয়, এর সাথে সর্বদা সম্পৃক্ত থাকুন যেলী হালকার ১২টি দ্বীনি কাজে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করুন! اِنْ شَآءَ الله দ্বীন দুনিয়ার অগণিত কল্যাণ নসিব হবে এবং আল্লাহ পাক চাইলে আউলিয়াদের ফয়যানও নসিব হবে যেলী হালকার ১২টি দ্বীনি কাজের মধ্যে একটি দ্বীনি কাজ হলো 'দরস'

 

* মসজিদে দ্বীনি ইলম শিক্ষা দেওয়া সুন্নাতে মোস্তফা
* আমাদের নবী, মক্কী মাদানী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم মসজিদে নববী শরীফে দ্বীনি ইলম শিক্ষা দিতেন এবং * সাহাবায়ে কিরাম عَلَیْہِمُ الرِّضْوَان তা শিখতেন। (মিরাতুল মানাজিহ, ৩/২৩৯) বড় বড় আউলিয়ায়ে কিরাম এবং উম্মতের উলামাদেরও এটাই নিয়ম ছিল। * اَلْحَمْدُ لِلّٰه দাওয়াতে ইসলামীর আশিকানে রাসূলও এই নেক কাজ করার