Book Name:ALLAH Pak Se Muhabbat Karne Walon Ke Waqiaat

করাই ছেড়ে দিয়েছি, সম্পদের চিন্তায় এতোই আবদ্ধ হয়ে গেছি যে, কিয়ামতের দিনে নেয়া হিসাব থেকে একেবারেই উদাসীন হয়ে গেছি, সৃষ্টির ভালবাসায় এমনভাবে মগ্ন হয়ে গেছি যে, সৃষ্টিকর্তার স্মরণই অন্তর থেকে ভূলে আছি, গুনাহের ভালবাসায় পড়ে তাওবা করা থেকেও বঞ্চিত এবং আলিশান অট্টালিকা নির্মানের ভাবনা মাথায় চেপে বসায় স্থায়ী ঘর অর্থাৎ কবরকে সাজানোর প্রতি মনোযোগই আর রইলো না, একটু ভাবুন তো! আমাদের কি কাজ করার ছিলো আর আমরা কোন কাজে পড়ে আছি, চিন্তা করুন! এটা সেই যুগ তো নয়, যার সংবাদ দিয়ে অদৃশ্যের সংবাদদাতা আক্বা, মাক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم শত শত বছর পূর্বেই আমাদের সতর্ক করে দিয়েছেন যেমনটি

 

পাঁচটির চাহিদা পাঁচটি থেকে উদাসীনতা

প্রিয় নবী, রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন:
سَیَأْ تِیْ زَمَانٌ عَلٰی اُمَّتِیْ یُحِبُّوْنَ خَمْسًا وَ یَنْسَوْنَ خَمْسًا আমার উম্মতের উপর যুগ অতি শীঘ্রই আসবে যে, পাঁচটির প্রতি ভালাবাসা রাখবে এবং পাঁচটিকে ভুলে যাবে () یُحِبُّوْنَ الدُّنیَا وَ یَنْسَوْنَ الْاٰخِرۃَ দুনিয়াকে ভালবাসবে এবং আখিরাতকে ভূলে যাবে, () وَیُحِبُّوْنَ الْمَالَ وَ یَنْسَوْنَ الْحِسَابَ সম্পদকে ভালবাসবে এবং (আখিরাতের) হিসাবকে ভূলে যাবে, () وَیُحِبُّوْنَ الْخَلْقَ وَیَنْسَوْنَ الْخَالِقَ সৃষ্টিকে ভালবাসবে এবং স্রষ্টাকে ভূলে যাবে, () وَیُحِبُّوْنَ الذُّنُوْبَ وَیَنْسَوْنَ التَّوبۃَ গুনাহকে ভালবাসবে এবং তাওবা করাকে ভূলে যাবে, () وَیُحِبُّوْنَ الْقُصُوْرَ وَیَنْسَوْنَ الْمَقْبَرَۃَ প্রাসাদকে ভালবাসবে এবং কবরস্থানকে ভূলে যাবে (মুকাশাফাতুল কুলুব, আল বাবুল আশির ফিল ইশক, ৩৪ পৃষ্ঠা)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                                        صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد