Book Name:ALLAH Pak Se Muhabbat Karne Walon Ke Waqiaat

আল্লাহ পাক ভালবাসার ৭টি নিদর্শন

প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন! অন্তরে আল্লাহ পাকের ভালবাসা বৃদ্ধি করতে কোনআন হাদীস এবং বুযুর্গানে দ্বীনদের বাণীর আলোকে আল্লাহ পাকের ভালবাসা ৭টি নিদর্শন শ্রবণ করি:

     () আল্লাহ পাকের ভালবাসা ১টি নিদর্শন হলো, কোরআনে করীমের তিলাওয়াত করা এবং এর অনুবাদ তাফসীর পাঠ করা, বুঝে নিন এটা আল্লাহ পাকের ভালবাসার নিদর্শন আল্লাহ পাকের নেক বান্দাগণ যখন তাঁর বাণী শুনতেন এবং তাতে চিন্তা ভাবনা করতেন তখন তাঁদের চোখ থেকে অশ্রুধারা প্রবাহিত হয়ে যেতো যেমনটি

 

আল্লাহ পাকের বাণী হচ্ছে:

 

وَ اِذَا سَمِعُوْا مَاۤ اُنْزِلَ اِلَى الرَّسُوْلِ تَرٰۤى اَعْیُنَهُمْ تَفِیْضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوْا مِنَ الْحَقِّۚ

(পারা , সূরা মায়িদা, আয়াত ৮৩)

কানযুল ঈমানের অনুবাদ: এবং তারা যখন শুনে সেটা, যা রাসূলের প্রতি অবতীর্ণ হয়েছে, তখন তাদের চোখগুলো দেখো অশ্রুতে ভরে উঠছে, কারণে যে, তারা সত্যকে চিনে নিয়েছে

মাকাতাবাতুল মদীনা থেকে প্রকাশিত মুকাশাফাতুল কুলুব কিতাবের ৬৩নং পৃষ্ঠায় রয়েছে: ভালবাসার সত্যতা তিনটি বিষয় দ্বারা প্রকাশিত হয়: () প্রেমিক, প্রেমিকের কথাকে সবচেয়ে ভাল মনে করে () তার জন্য প্রেমিকের আসরই সবচেয়ে উত্তম আসর হয় () তার নিকট প্রেমিকের সন্তুষ্টিই সবচেয়ে বেশী প্রিয় হয় (মুকাশাফাতুল কুলুব, ৬৩ পৃষ্ঠা)

যরত সাহল তুসতরি  رَحْمَۃُ اللهِ عَلَیْہِ  বলেন: আল্লাহ পাকের সাথে ভালবাসার নিদর্শন হলো যে, সে ব্যক্তি কোরআনে পাককে ভালবাসবে। আল্লাহ পাকের ভালবাসা এবং রাসূলের ভালবাসার