Book Name:ALLAH Pak Se Muhabbat Karne Walon Ke Waqiaat
এর ভালবাসায় তার এই অবস্থা হয়ে গিয়েছে যা তোমরা দেখছো। (হিলইয়াতুল আউলিয়া, মুসআব বিন ওমাইর, ১/১৫৩, হাদীস ৩৪৩)
এক গ্রাম্য আরবী প্রিয় নবী صَلَّی اللهُ
عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবারে উপস্থিত হয়ে আরয করলো: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ
عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! কিয়ামত কখন আসবে? রাসূলে আকরাম صَلَّی اللهُ
عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন: তুমি এর জন্য কিরূপ প্রস্তুতি গ্রহণ করেছো? আরয করলো: আমি এর জন্য অনেক বেশী (নফল) নামায এবং (নফল) রোযা জমা করিনি, তবে আমি আল্লাহ পাক এবং তাঁর রাসূল صَلَّی اللهُ
عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে ভালবাসি। রাসূলাল্লাহ
صَلَّی
اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন: اَلْمَرْءُ
مَعَ مَنْ اَحَبَّ অর্থাৎ মানুষ তার সাথে থাকবে, যাকে সে ভালবাসে। (তিরমিযী, কিতাবুয যুহুদ, ৪/১৭২, হাদীস ২৩৯২) (এই হাদীসের বর্ণনাকারী সাহাবী) হযরত আনাস رَضِیَ اللهُ
عَنْہُ বলেন: আমি ইসলাম গ্রহণ করার পর মুনলমানদেরকে যতটুকু এই বিষয়ে খুশি হতে দেখেছি, ততটুকু আর কোন বিষয়ে দেখিনি।
(মুসনাদে ইমাম আহমদ, মুসনাদে আনাস বিন মালিক আন নদর, ৪/৩৯৮, হাদীস ১৩০৬৬)
হযরত ঈসা রুহুল্লাহ عَلَیْہِ السَّلَام তিনজন লোকের পাশ দিয়ে গমন করলেন, যাদের শরীর দূর্বল এবং রঙ পরিবর্তন হয়ে গিয়েছিলো। তিনি عَلَیْہِ السَّلَام বললেন: তোমাদের এই অবস্থার কারণ কি? তারা আরয করলো: দোযখের আগুনের ভয়ে। তিনি عَلَیْہِ السَّلَام বললেন: আল্লাহ পাকের অধিকার রয়েছে যে, ভীত সন্ত্রস্থদেরকে জাহান্নাম থেকে নিরাপত্তা প্রদান করা। অতঃপর তিনি عَلَیْہِ السَّلَام এর গমন আরো তিনজন ব্যক্তির পাশ দিয়ে হলো, যারা তাদের চেয়েও বেশী দূর্বল এবং শরীরের রঙ তাদের চেয়েও বেশী