Book Name:ALLAH Pak Se Muhabbat Karne Walon Ke Waqiaat

যাই, নেক আমলের উপর আমল করে সকল নামায জামাআত সহকারে মসজিদের প্রথম সারিতে প্রথম তাকবীরের সাথে আদায় করি রমযান মাসের ফরয রোযার পাশাপাশি নফল রোযাও রাখি اٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                              صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

আল্লাহর ভালবাসায় হযরত দাউদ  عَلَیْہِ السَّلَام  এর দোয়া

প্রিয় ইসলামী ভাইয়েরা! আল্লাহ পাক সত্যিকার ভালবাসা অর্জনের জন্য আল্লাহ ওয়ালাদের পদাঙ্ক অনুসরণ করেও চলা উচিৎ এবং এরই সাথে আল্লাহ পাকের ভালবাসা অর্জনে দোয়াও করা উচিৎ, যেমনটি

হযরত আবু দারদা  رَضِیَ اللهُ عَنْہُ  থেকে বর্ণিত যে, নবীয়ে আকরাম
صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মহত্বপূর্ণ ইরশাদ হচ্ছে: হযরত দাউদ  عَلَیْہِ السَّلَام  এই দোয়া প্রার্থনা করতেন اَللّٰہُمَّ اِنِّیْ اَسْئَلُکَ حُبَّکَ وَحُبَّ مَنْ یُّحِبُّکَ وَالْعَمَلِ الَّذِیْ یُبَلِّغُنِیْ حُبَّک অর্থাৎ হে আল্লাহ! আমি তোমার নিকট হতে তোমার, তোমার প্রিয় বান্দাদের ভালবাসা এবং সেই আমলের ভালবাসার প্রার্থনা করছি, যা আমাকে তোমার নিকট পর্যন্ত পৌঁছাবে, اَللّٰہُمَّ اجْعَلْ حُبَّکَ اَحَبَّ اِلَیَّ مِنْ نَفْسِیْ وَمَالِیْ وَاَهْلِیْ وَمِنَ الْمَاءِ الْبَارِدِ অর্থাৎ হে আল্লাহ! আপনার ভালবাসা আমার জন্য আমার প্রাণ সম্পদ, পরিবার পরিজন এবং ঠান্ডা পানি থেকেও বেশী প্রিয় বানিয়ে দাও (মুকাশাফাতুল কুলুব, কিতাবুত দাওয়াত, বাবু জামেয়েদ দোয়া, /৪৬৫, হাদীস ২৪৯৬)

্রিয় ইসলামী ভাইয়েরা! শুনলেন তো আপনারা যে, আল্লাহ পাকের প্রিয় নবী হযরত দাউদ  عَلَیْہِ السَّلَام  আল্লাহ পাকের নিকট তার ভালবাসা প্রার্থনা করতেন, সুতরাং আমাদেরও উচিৎ যে, আমরাও আমাদের রব তাআলার নিকট তাঁর ভালবাসার অর্জনের দোয়া প্রার্থনা করতে থাকা, বিশ্বাস করুন! আল্লাহ পাক