Book Name:ALLAH Pak Se Muhabbat Karne Walon Ke Waqiaat

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

সাপ্তাহিক ইজতিমার হালকার শিডিউল ০২ অক্টোবর ২০২৫ইং

() সুন্নাত আদব শেখা: মিনিট, () দোয়া শেখা: মিনিট,
(
) পর্যালোচনা: মিনিট। মোট সময়কাল- ১৫ মিনিট।

বাইয়াত হওয়ার অবশিষ্ট মাদানী ফুল

    * যে মুরীদ দুই পীরের মাঝে অংশীদার হয়ে যায়, সে সফল হয় না (ফতোয়ায়ে রযবিয়া, ২৬/১৩৬) * যে পীর সুন্নী, সহীহ আক্বীদার অনুসারী, আলেম এবং ফাসিক নন আর তাঁর সিলসিলা শেষ পর্যন্ত অবিচ্ছিন্ন হয়, তবে তাঁর হাতে বাইয়াত হওয়ার জন্য পিতা-মাতা অথবা স্বামী, কারো অনুমতির প্রয়োজন নেই (ফতোয়ায়ে রযবিয়া, ২৬/৫৮৪) * চিঠির মাধ্যমে বাইয়াত হতে পারবে (ফতোয়ায়ে রযবিয়া, ২৬/৫৮৫) * দূত বা চিঠির মাধ্যমে মুরীদ হওয়া যায় (ফতোয়ায়ে রযবিয়া, ২৬/৫৮৫) * পীরের কাজ কথার উপর আপত্তি করা কঠোরভাবে হারাম এবং উভয় জগতের বরকত থেকে বঞ্চিত হওয়ার কারণ (ফতোয়ায়ে রযবিয়া, ২৬/৫৮৮) * মুরীদের বাহ্যিকভাবে কোনো বুযুর্গ বা সাহিবে মাযার থেকে ফয়েয (আধ্যাত্মিক উপকারীতা) মিললেও, সেটাকে তার নিজের মুর্শিদে কামিলেরই ফয়েয মনে করা উচিত (আদাবে মুর্শিদে কামিল, পৃ. ৯৮) * মুরীদকে সব সময় সতর্ক আদব সহকারে থাকা উচিত, কারণ সামান্য অবহেলা অসতর্কতা দ্বীন দুনিয়ার এমন কোনো বড় ক্ষতির কারণ হতে পারে, যার হয়তো প্রতিকারও সম্ভব হবে না (আদাবে মুর্শিদে কামিল, পৃ. ৭০) * হযরত যুননূন মিসরী  رَحْمَۃُ اللهِ عَلَیْہِ  বলেন: যখন কোনো মুরীদ আদবের খেয়াল রাখে না, তখন সে ফিরে সেখানেই পৌঁছে যায় যেখান থেকে সে যাত্রা শুরু করেছিল (আর-রিসালাতুল কুশাইরিয়্যাহ, বাবু আদব, পৃ. ৩১৯)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد