Book Name:ALLAH Pak Se Muhabbat Karne Walon Ke Waqiaat

প্রিয় ইসলামী ভাইয়েরা! নিশ্চয় আমাদেরও নিজের মাঝে আল্লাহ পাকের ভালবাসা সৃষ্টি করার চেষ্টা করা উচিৎ আল্লাহ পাক একবার তাঁর নবী হযরত দাউদ  عَلَیْہِ السَّلَام  কে ইরশাদ করলেন: হে দাউদ  عَلَیْہِ السَّلَام ! যদি তুমি আমাকে ভালবাসতে চাও তবে দুনিয়ার ভালবাসা তোমার অন্তর থেকে বের করে দাও, কেননা আমার এবং দুনিয়ার ভালবাসা একই অন্তরে একত্রে থাকতে পারে না, হে দাউদ  عَلَیْہِ السَّلَام ! যে আমাকে ভালবাসে সে রাতে আমার ভালবাসায় তাহাজ্জুদ পড়ে যখন মানুষেরা ঘুমিয়ে থাকে, সে একাকিত্বে আমাকে স্মরণ করে, যখন উদাসীন লোকেরা আমার আলোচনা থেকে উদাসিনতায় লিপ্ত হয়, সে আমার নেয়ামত প্রাপ্তিতে কৃতজ্ঞতা আদায় করে, আর ভূলে যাওয়া ব্যক্তিরা আমার থেকে উদাসীনতা অবলম্বন করে

(হিলউয়াতুল আউলিয়া, নম্বর-১১৯০৬, /১১ আলা কওলিহিল আহলাকম বাহরুদ দুমু, ২১ পৃষ্ঠা)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!              صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

হে আশিকানে আউলিয়া! আসুন এবার আল্লাহ পাককে ভালবাসা পোষণকারী নেক বান্দাদের কিছু ঘটনাবলী শ্রবণ করি:

ভেড়ার চামড়া

মীরুল মুমিনীন হযরত ওমর ফারুকে আযম  رَضِیَ اللهُ عَنْہُ  থেকে বর্ণিত যে, নবীয়ে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم হযরত মুসআব বিন ওমাইর
 رَضِیَ اللهُ عَنْہُ  কে এই অবস্থায় আসতে দেখলেন যে, তিনি ভেড়ার চামড়া কোমরে জড়িয়ে রেখেছেন, তখন ইরশাদ করলেন: এই ব্যক্তির দিকে তাকাও, যার অন্তরকে আল্লাহ পাক আলোকিত করে দিয়েছেন। নিশ্চয় আমি তাকে তার পিতামাতার নিকট দেখলাম যে, তারা তাকে উত্তম খাবার খাওয়াতেন এবং উন্নত পানীয় পান করাতেন, আল্লাহ পাক ও তাঁর রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم