Book Name:ALLAH Pak Se Muhabbat Karne Walon Ke Waqiaat

অর্জনে উদগ্রীব থাকা, শীতের দীর্ঘ রাতে কিয়াম (অর্থাৎ নামায) এবং গরমের দীর্ঘতম দিনে রোযা, আল্লাহ পাকের জন্য ভালবাসা পোষণ করা, তাঁরই জন্যে শত্রুতা পোষণ করা, তাঁরই জন্যে কাউকে কিছু দেয়া এবং তাঁরই জন্যে কাউকে কিছু দেয়া থেকে বিরত থাকা, নেয়ামতের জন্য কৃতজ্ঞতা, বিপদে ধৈর্যধারণ, সর্বাবস্থায় আল্লাহর প্রতি ভরসা, নিজের সকল অবস্থাদি আল্লাহ পাকের প্রতি ম্পন্ন করে দেয়া, আল্লাহ পাকের প্রদত্ত বিধানাবলীর প্রতি আমল করতে সর্বদা প্রস্তুত থাকা, অন্তরকে অহেতুক ভালাবাসা থেকে পবিত্র রাখা, আল্লাহ পাকের প্রিয়দের প্রতি ভালবাসা এবং আল্লাহ পাকের শত্রুদেরকে ঘৃণা করা, আল্লাহ পাকের প্রিয়দের অনুগত থাকা, আল্লাহ পাকের সবচেয়ে প্রিয় রাসূল মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে মন প্রাণ দিয়ে ভালবাসা, আল্লাহ পাকের বাণীর তিলাওয়াত করা, আল্লাহ পাকের নৈকট্যশীল বান্দাদেরকে নিজের মনের নিকটবর্তী রাখা, তাঁদেরকে ভালবাসা, আল্লাহ পাকের ভালবাসা বৃদ্ধির জন্য তাঁদের সঙ্গ অবলম্বন করা, আল্লাহ পাকের সম্মান মনে করে তাঁদের সম্মান করা, এই সকল কাজ এবং এছাড়াও আরো অসংখ্য কাজ এমন রয়েছে, যা আল্লাহ পাকের প্রতি ভালবাসার দলিলও বহন করে এবং তা চাহিদাও রাখে

(তাফসীরে সীরাতুল জিনান, ২৬৪ পৃষ্ঠা)

প্রিয় ইসলামী ভাইয়েরা! আপনারা শুনলেন যে, আল্লাহ পাকের ভালবাসার চাহিদা কি, অর্থাৎ যদি কোন ব্যক্তি আল্লাহ পাকের প্রতি ভালবাসার দাবি করে তবে তার রাতদিন কিরূপ অতিবাহিত হওয়া উচিৎ, তার মস্তক আল্লাহ পাকের দরবারে নত থাকা উচিৎ, তার চোখ খোদার স্মরণে ভেজা থাকা উচিৎ, তার অন্তর আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য উদগ্রীব থাকা উচিৎ, দিন রোযায় অতিবাহিত রা আর রাত ইবাদতে কাটানো উচিত