Book Name:ALLAH Pak Se Muhabbat Karne Walon Ke Waqiaat

সোস্যাল মিডিয়া (Social Media) এবং ক্যাবলের মন্দ ব্যবহার কারীদের সংখ্যাও কম নয়, প্রয়োজনাদির পরিপূর্ণতা সুবিধা অর্জনের জন্য সীমাতিক্রম চেষ্টা মুসলমানদের অধিকাংশকেই আখিরাতের চিন্তা থেকে একেবারে উদাসীন করে রেখেছে গালি দেয়া, অপবাদ প্রদান করা, কুধারণা করা, গীবত করা, চোগলখোরী করা, মানুষের দোষ জানার চেষ্টায় থাকা, মানুষের দোষ বের করা, মিথ্যা বলা, মিথ্যা ওয়াদা খেলাফী করা, কারো সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা, হত্যা করা, কাউকে শরীয়তের বিনা অনুমতিতে কষ্ট দেয়া, ঋণ পরিশোধ না করা, কারো জিনিস কিছুক্ষণের জন্য নিয়ে ফিরিয়ে না দেয়া, মুসলমানদের মন্দ উপাধী দ্বারা ডাকা, কারো জিনিস তার অপছন্দ হওয়ার পরও বিনা অনুমতিতে ব্যবহার করা, মদ পান করা, জুয়া খেলা, চুরি করা, অপকর্ম করা (যেনা করা), সিনেমা নাটক দেখা, গান বাজনা শুনা, সূদ ঘুষের লেনদেন করা, মাতাপিতার অবাধ্যতা করা এবং তাদের কষ্ট দেয়া, আমানতের খেয়ানত করা, কুদৃষ্টি দেয়া, মহিলারা পুরুষের এবং পুরুষরা মহিলাদের সামঞ্জস্যতা (নকল) করা, বেপর্দা হওয়া, গর্ব, অহঙ্কার, হিংসা, লৌকিকতা, নিজের অন্তরে কোন মুসলমানের জন্য বিদ্ধেষ রাখা, রাগ আসলে শরীয়তের সীমাতিক্রম করা, গুনাহের লোভ, পদ লোভী, কৃপণতা, আত্মম্ভীরতা ইত্যাদি বিষয়সমূহ আমাদের সমাজে খুবই নির্ভিকতার সহিত করা হয় এবং এরপরও আমরা এই বিভ্রমে থাকি যে, আমরা আল্লাহ পাক এবং রাসূলূল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে সত্যিকার ভাবে ভালবাসি? একটু ভাবুন তো! আল্লাহ পাক এবং রাসূলূল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে সত্যিকার ভাবে ভালবাসা পোষণকারীর কি কথাবার্তা, তাদের জীবনোপায় এবং তাদের আচরণ এমন হয়?

হ! যদি আল্লাহ পাককে সত্যিকার ভাবে ভালবাসা পোষণকারীদের সদকা আমাদেরও নসীব হয়ে যেতো এবং আহ! যদি আমরাও সেই মুবারক ব্যক্তিত্বদের পদাঙ্ক অনুসরণকারী হয়ে