Book Name:Baap Ki Azmat o Shan

তারাই তো খরচ করেছেন, যা কিছু দিয়েছেন তারাই দিয়েছেন আমরা যা কিছু হয়েছি এবং আমাদের যা সম্মান, খ্যাতি সম্পদ হয়েছে সবই মা-বাবার দান এবং এতে পিতার অনেক বড় ভূমিকা রয়েছে আর আমাদের অবস্থা এমন যে, আমরা কখনো কখনো পিতার কৃতজ্ঞতাও আদায় করি না আমার মা আমাকে খাওয়ান, আমার মা আমাকে পান করান, আমার মা আমাকে বুকে জড়িয়ে ধরেন, আমার মা আমাকে সবকিছু এনে দেন, কাজেই একটু চিন্তা করুন তো যে, সেই মাকে টাকা কে দেয়? উপার্জন করে কে আনে? পিতা সারা ঘরের স্তম্ভ হয়ে থাকে কিন্তু কেউ তার কৃতজ্ঞতা আদায় করে না এবং তার কষ্ট বোঝে না পিতা সারা ঘরের উপকারী এবং পুরো ঘরের জন্য ছায়াদার বৃক্ষ হয়ে থাকেন, যিনি বেচারা পরিশ্রম করেন, আমাদের ছায়া দেন, আমাদের অনুগ্রহ করেন, আমাদের কাছে যা কিছু আছে তা আমাদের পিতারই দান নবী পাক صَلَّی اللہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمَ  এর মুবারক যুগের একটি অত্যন্ত বেদনাদায়ক ঘটনা লক্ষ্য করুন:

দুঃখী পিতার কাহিনী তার নিজের মুখে

প্রিয় আক্বা, মক্কী মাদানী মুস্তফা صَلَّی اللہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمَ  এর দরবারে একজন ছেলে পিতার বিরুদ্ধে অভিযোগ নিয়ে উপস্থিত হলো যে, হুযুর! আমার পিতা আমার সম্পদ নিতে চান নবী পাক صَلَّی اللہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمَ  ইরশাদ করলেন: পিতাকে নিয়ে আসো পিতাকে নিয়ে আসা হলো, তখন নবী পাক صَلَّی اللہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمَ  ইরশাদ করলেন: তোমার ছেলে বলছে যে, তুমি তার সম্পদ নিতে চাও? তিনি আরয করলেন: হুযুর! তাকে এটাও জিজ্ঞেস করুন যে, সম্পদ