Book Name:Baap Ki Azmat o Shan

ó রাতে ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামায আদায় করা তো সৌভাগ্যের ব্যাপার প্রিয় নবী, রাসূলে আরবী صَلَّی اللہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمَ  ইরশাদ করেন: ফরয নামাযের পর সবচেয়ে উত্তম হচ্ছে রাতের নামায (মুসলিম, ৫৯১ পৃষ্ঠা, হাদীস ১৬৩)

صَلُّوا عَلَی الْحَبِیْب!                  صَلَّی اللہُ تَعَالٰی عَلٰی مُحَمَّد

 

ওযু করার আগের দোয়া

দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক সুন্নাতে ভরা ইজতিমার শিডিউল অনুযায়ী ওযু করার আগের দোয়া” মুখস্থ করানো হবে সেই দোয়াটি হলো:

بِسْمِ اللهِ وَالْحَمْدُ لِلَّهِ

অনুবাদ: আল্লাহর নামে শুরু করছি, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য

(নামাযের আহকাম, পৃষ্ঠা ১৩)

صَلُّوا عَلَی الْحَبِیْب!                  صَلَّی اللہُ تَعَالٰی عَلٰی مُحَمَّد