Book Name:Baap Ki Azmat o Shan
সন্তানেরা আল্লাহ পাকের অবাধ্য হয় তবে তাদের জন্য কিছু রেখে যাওয়া ঠিক নয়, কেননা তারা তা খারাপ কাজে খরচ করবে এবং যদি তারা আল্লাহ পাকের অনুগত হয়, তবে আল্লাহ পাক তাদেরকে গায়েবের খাযানা থেকে দান করবেন, তিনি তাদের নিজেই ধনী করে দেবেন এবং তাদের রুযিতে বরকত দেবেন। (ইহইয়াউল উলূম, ৩/২৮৮)
পিতা হলো ছায়াদার বৃক্ষ
প্রিয় ইসলামী ভাইয়েরা! স্মরণ রাখুন পিতা সেই ছায়াদার বৃক্ষ, যে নিজের উপরে রোদ গ্রহণ করে আর সন্তানদের ছায়া দেয়, দিনরাত কাজ করে, যাতে সন্তানেরা ভালভাবে খেতে পারে, আমরা টের পাই না, কিন্তু পিতা নিজের ইচ্ছা ত্যাগ করে আমাদের খাওয়ায় এবং আমাদের আবদার পূরণ করে, যখন সন্তান বাজারে গিয়ে আবদার করে যে, আব্বু এটা নিবো আর আব্বু দেখে যে, আরে পকেটে এত টাকা নেই কিন্তু সন্তান খুব জেদ করছে, তখন পিতা নিজের বাজেট নষ্ট করে হলেও নিজের সন্তানের ইচ্ছা পূরণ করে।
সাধারণত গাছের নিচে ছায়া থাকে কিন্তু গাছ উপর থেকে খুব গরম থাকে কারণ সে সমস্ত রোদ নিজের উপরে নিয়ে নেয়। এটাই হয় পিতার অবস্থা যে, সে নিজে বিপদ সহ্য করে আর নিজের সন্তান ও পরিবারের সদস্যদের নিয়ামতে ভরপুর রাখে। পিতা আল্লাহ পাকের এক অনেক বড় নেয়ামত, পিতাই সন্তানকে আঙ্গুল ধরে হাঁটতে শেখায়, পিতা সব সময় চায় যে, আমার সন্তান উন্নতি করুক, কেউ উন্নতি করলে সাধারণত মানুষ তাকে হিংসা করে কিন্তু পিতা সেই সত্তা যে, সন্তান উন্নতি করলে পিতার বুক প্রশস্ত হয়ে যায়, পিতা নিজে দুঃখ সহ্য করে কিন্তু নিজের সন্তানদের