Book Name:Baap Ki Azmat o Shan

সফর করুন এবং নেক আমলের পুস্তিকা পূরণ (Fill) করার অভ্যাস গড়ে তুলুন, اِنْ شَآءَ الله মা-বাবার খেদমত আনুগত্য করার প্রেরণা তৈরি হবে শায়খে ত্বরিকত, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ প্রদত্ত ৭২টি নেক আমলের মধ্যে একটি নেক আমল নম্বর ৫৬ এটি যে, আপনি কি আজ পিতামাতার আদব সম্মান করেছেন? (তাঁদের আদেশ শরীয়ত অনুযায়ী হলে তা মান্য করা, তাঁদের হাত চুম্বন করা, তাঁদের আওয়াজ থেকে নিজের আওয়াজ নিচু রাখা ইত্যাদি) এটা এমন সুন্দর নেক আমল যে, যদি আমরা এর উপর আমল করি তবে আমরা আমাদের পিতামাতার অনুগত হতে সক্ষম হব স্মরণ রাখুন! যদি পিতামাতা আমাদের উপর সন্তুষ্ট হন তবে اِنْ شَآءَ الله পাকও আমাদের উপর সন্তুষ্ট হবেন

صَلُّوا عَلَی الْحَبِیْب!                  صَلَّی اللہُ تَعَالٰی عَلٰی مُحَمَّد

 

ঘুম জাগরনের সুন্নাত আদব:

প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন! শায়খে ত্বরিকত, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর পুস্তিকা ১০১ মাদানী ফুল থেকে ঘুম জাগরনের সুন্নাত আদব শুনি: ó শয়ন করার আগে বিছানাকে ভালভাবে ঝেড়ে নিন যাতে কোন ক্ষতিকর পোকা মাকড় ইত্যাদি থাকলে বের হয়ে যায়, ó শয়ন করার আগে দোয়াটি পড়ে নিন: اَللّٰہُمَّ بِاسْمِكَ اَمُوْتُ وَاَحْیٰ অনুবাদ: হে আল্লাহ্! আমি তোমার নামে মৃত্যুবরণ করছি এবং জীবিত হবো (অর্থাৎ শয়ন করি জাগ্রত হই) (বুখারী শরীফ, ৪৪/১৯৬, হাদীস ৬৩২৫) ó আসরের পর ঘুমালে স্মরণ শক্তি কমে যায় প্রিয় নবী صَلَّی اللہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمَ  ইরশাদ করেন: যে ব্যক্তি আসরের পর ঘুমায় আর যদি তার বুদ্ধি কমে যায়, তবে সে যেন নিজেকে তিরস্কার করে (মুসনাদে আবি ইয়ালা, ৪৪/২৭৮, হাদীস