Book Name:Baap Ki Azmat o Shan
সাপ্তাহিক ইজতিমার হালকার শিডিউল ১৯ জুন ২০২৫ইং
(১) সুন্নাত ও আদব শেখা: ৫ মিনিট, (২) দোয়া শেখা: ৫ মিনিট,
(৩) পর্যালোচনা: ৫ মিনিট। মোট সময়কাল- ১৫ মিনিট।
ঘুম ও জাগরনের অবশিষ্ট সুন্নাত ও আদব:
ó শয়ন করার সময় কবরে শয়ন করার কথা খেয়াল করুন, কেননা সেখানে একা শয়ন করতে হবে আপন আমল ব্যতীত কেউ সঙ্গী হবে না, ó শয়ন করার সময় আল্লাহ্ তাআলার স্মরণ, তাহলীল ও তাসবীহ পাঠ করতে থাকুন, (অর্থাৎ لَا اِلٰہَ اِلَّااللهُ ۔ سُبْحٰنَ الله ۔ اَلْحَمْدُ لِلّٰه পড়তে থাকুন) ঘুম আসা পর্যন্ত এভাবে করতে থাকুন। কেননা মানুষ যে অবস্থায় শয়ন করে ঐ অবস্থায় উঠে এবং যে অবস্থায় মৃত্যু বরণ করবে কিয়ামতের দিন ঐ অবস্থায় উঠবে। (প্রাগুক্ত) ó জাগ্রত হওয়ার পর এ দোয়া পাঠ করুন: اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِیْ اَحْیَانَا بَعْدَ مَا اَمَاتَنَا وَاِلَیْہِ النُّشُوْرُ (বুখারী শরীফ, ৪/১৯৬, হাদীস ৬৩২৫) অনুবাদ: সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে মৃত্যুর পর জীবিত করেছেন এবং তারই দিকে আমাদের প্রত্যাবর্তন করতে হবে। ó ঐ সময় এ বিষয়ের দৃঢ় সংকল্প করুন পরহেযগারী ও তাকওয়া অবলম্বন করবো, কারো উপর জুলুম করবো না। (ফতোওয়ায়ে আলমগিরী, ৫/৩৭৬) ó যখন বালক বা বালিকার বয়স ১০ বছর হয়েছে তাদেরকে আলাদা আলাদাভাবে ঘুমানোর ব্যবস্থা করা উচিত বরং এ বিষয়ের বালককে সমবয়সী কিংবা তার চাইতে বড় পুরুষের সাথে ঘুমাতে দিবেন না। (দুররে মুখতার ও রদ্দুল মুহতার, ৯/৬৩০) ó স্বামী স্ত্রী যখন একসঙ্গে শয়ন করবে, তখন দশ বছর বয়সী সন্তানকে নিজের সাথে রাখবে না। সন্তানের যখন উত্তেজনা শক্তি আসে, তখন সে সাবালক হয়ে গেলো। (দুররে মুখতার, ৯/৬৩০) ó ঘুম থেকে উঠে প্রথমে মিসওয়াক করুন,