Book Name:Baap Ki Azmat o Shan

সবচেয়ে বড় উপহার হলো মাগফিরাতের দোয়া এবং তাঁদের পক্ষ থেকে প্রচুর পরিমাণে ইসালে সাওয়াব করবে সন্তানদের পক্ষ থেকে ধারাবাহিকভাবে নেকীর উপহার পৌঁছতে থাকলে, আশা করা যায় যে, মৃত পিতামাতা সন্তুষ্ট হবেন, রাসূলুল্লাহ صَلَّی اللہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمَ  ইরশাদ করেছেন: যার মা-বাবা দুজনই বা তাঁদের একজন ইন্তেকাল করেছেন এবং সে তাঁদের অবাধ্য ছিল, এখন যদি সে তাঁদের জন্য সবসময় ইস্তিগফার করতে থাকে তবে আল্লাহ পাক তাকে নেককারদের মধ্যে লিখে দেন

(শুআবুল ঈমান, /২০২, হাদীস: ৭৯০২)

জুমার দিন মা-বাবার কবর যিয়ারতের সাওয়াব

রাসূলে পাক صَلَّی اللہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمَ  ইরশাদ করবেন: যে নিজের মা-বাবা দুজনের বা একজনের কবর যিয়ারতের জন্য প্রতি জুমার দিন উপস্থিত হয়, আল্লাহ পাক তার গুনাহ ক্ষমা করে দেবেন এবং তাকে মা-বাবার সাথে ভালো আচরণকারী হিসেবে লিখে দেওয়া হবে (জামে সগীর লিস সুয়ূতী, হাদীস: ৮৭১৮, পৃষ্ঠা ৫২৮)

আল্লাহ পাকের দরবারে দোয়া যে, তিনি যেন আমাদেরকে আমাদের পিতামাতার সাথে সদ্ব্যবহার করার তৌফিক দান করেন

صَلُّوا عَلَی الْحَبِیْب!                  صَلَّی اللہُ تَعَالٰی عَلٰی مُحَمَّد

 

নেক আমল নম্বর ৫৬ এর উৎসাহ

প্রিয় ইসলামী ভাইয়েরা! পিতামাতার গুরুত্ব সম্পর্কে অবগত হতে, তাঁদের খেদমত করার প্রেরণা বাড়াতে, তাঁদের দোয়ার হকদার হতে এবং তাঁদের সন্তুষ্ট রাখার পদ্ধতি জানতে আশিকানে রাসুলের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান, কাফেলায়