Book Name:Baap Ki Azmat o Shan

ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না, যতক্ষণ না জান্নাতে নিজের স্থান দেখে নেবে (আত তারগীব ওয়াত তারহীব, কিতাবুয যিকির ওয়াদ দোয়া, /৩২৬, হাদীস: ২৫৯০)

صَلُّوا عَلَی الْحَبِیْب!                  صَلَّی اللہُ تَعَالٰی عَلٰی مُحَمَّد

বয়ান শোনার নিয়্যত

     প্রিয় নবী صَلَّی اللہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمَ  ইরশাদ করেন: اَفْضَلُ الْعَمَلِ اَلنِّيَّۃُ الصَّادِقَۃُ অর্থাৎ সত্য নিয়্যত সবচেয়ে উত্তম আমল(জামে সগীর, ৮১ পৃষ্ঠা, হাদীস: ১২৮৪)

 

     হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন! ? ইলমে দ্বীন শেখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো ? আদব সহকারে বসবো ? বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকবো  নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো ? যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো

صَلُّوا عَلَی الْحَبِیْب!                  صَلَّی اللہُ تَعَالٰی عَلٰی مُحَمَّد

     প্রিয় ইসলামী ভাইয়েরা! পিতা-মাতার খেদমত করা অনেক বড় সৌভাগ্য, কিছু লোক মা-বাবার খেদমত বরকত থেকে অনেক দূরে রয়ে যায়, তারা এই বিষয়টি বুঝতে পারে না যে, তাঁরা কত বড় সত্তা মায়ের সম্পর্কে তো আমরা অনেক শুনতে পাই যে, মায়ের দোয়া জান্নাতের পথ খুলে দেয় মায়ের কদমের নিচে জান্নাত রয়েছে (মুসনাদে শিহাব, /১০২, হাদীস: ১১৯) মায়ের কদমকে জান্নাতের চৌকাঠ বলা হয়েছে (দুররে মুখতার, কিতাবুল হাযার ওয়াল ইবাহা, /৬০৬) মা, মা- হয়ে থাকে, এতে কোন সন্দেহ নেই যে, মায়ের