Book Name:Baap Ki Azmat o Shan
পিতাকে বিরান ভূমিতে ছেড়ে আসা দুর্ভাগা ছেলে
হাদীস শরীফে আছে: আল্লাহ পাক চাইলে সমস্ত গুনাহের শাস্তি কেয়ামতের জন্য উঠিয়ে রাখেন কিন্তু মা-বাবার অবাধ্যতার শাস্তি দুনিয়াতেই জীবন্ত অবস্থায় দিয়ে দেন। (মুস্তাদরাক, কিতাবুল বিররি ওয়াস সিলাহ, ৫/২১৭, হাদীস: ৭৩৪৫) মা-বাবার অবাধ্যতার পরিণতি এই হয় যে, তার নিজের সন্তানেরা তার অবাধ্যতা করে। একটি প্রসিদ্ধ ঘটনা হলো যে, এক যুবকের বিবাহ হলো, তার পিতা বৃদ্ধ ছিলেন, তিনি কাশতেন, তার স্ত্রী বলল যে, এই বৃদ্ধকে বাড়ি থেকে বের করে দাও। ছেলে যেহেতু স্ত্রীর গোলাম ছিল, সে তার পিতাকে নিয়ে গেল যে, কোথাও বিরান ভূমিতে ফেলে আসবে। পিতা বললেন: বেটা! ঠান্ডায় আমাকে কোথাও ফেলে দিতে যাচ্ছ, আমাকে একটা কম্বল তো দাও। তার সাথে তার ছোট ছেলেও ছিল, সে তার দাদাজানকে বলল: দাদাজান আমি আপনার জন্য কম্বল আনছি। যখন সেই বাচ্চাটি কম্বল আনল তখন সেই অবাধ্য ছেলে দেখল যে, কম্বলটি মাঝখান থেকে কেটে দুই টুকরা করা হয়েছে এবং অর্ধেক কম্বল আনা হয়েছে, সেই অবাধ্য ছেলে তার ছেলেকে বলল: তুমি অর্ধেক কম্বল কেন এনেছ? সে বলল: অর্ধেক তাদের জন্য এনেছি আর যখন আপনি বৃদ্ধ হয়ে যাবেন তখন আপনাকেও তো আমি কোথাও ফেলে দিতে যাব, তখন অর্ধেক আপনাকে দিয়ে দেবো। এখন সেই অবাধ্য ছেলের চোখে পানি এসে গেল, সে বুঝতে পারল যে, আজকে আমি আমার পিতার সাথে যা করতে যাচ্ছি কালকে আমার সন্তানরাও আমার সাথে সেটাই করবে।