Book Name:Baap Ki Azmat o Shan

একজন প্রতিবেশী অন্য প্রতিবেশীর সাথে করে, এতটুকু তো আমার খেয়াল রাখতে সেই দুঃখী পিতা যখন নবীয়ে রহমত صَلَّی اللہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمَ  কে এই কবিতাগুলো শোনালেন তখন রাসূলে পাক صَلَّی اللہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمَ  এর চোখ থেকে অশ্রু প্রবাহিত হতে লাগলো, নবী পাক صَلَّی اللہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمَ  সেই যুবক ছেলের জামার কলার ধরে ইরশাদ করলেন: اذْهَبْ اَنْتَ وَمَالُكَ لاَبِيكِ যাও তুমি এবং তোমার সমস্ত সম্পদ তোমার পিতার (মু'জামে সগীর, /৬৩, হাদীস: ৯৪৪)

صَلُّوا عَلَی الْحَبِیْب!                  صَلَّی اللہُ تَعَالٰی عَلٰی مُحَمَّد

 

মা-বাবা নিজের জন্য নয়, নিজের সন্তানদের জন্য বাঁচেন

প্রিয় ইসলামী ভাইয়েরা! আপনারা শুনলেন যে, আমার আক্বা
صَلَّی اللہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمَ  ইরশাদ করেছেন যে, তুমি এবং তোমার সবকিছুই তোমার পিতার আজ কিছু সন্তান এমনও আছে, যারা নিজেরা কোটি কোটি টাকা নিয়ে খেলে বেড়ায় কিন্তু বৃদ্ধ দুর্বল পিতার হাতে দু-চারটে টাকা রাখতে রাজি হয় না, অথচ কারো কারো অবস্থা এমন হয় যে, মায়া করে বৃদ্ধ পিতাকে টাকা দেয় তো বটে কিন্তু তার আগে হাজারটা খোঁটা শুনতে হয় এই বাক্যগুলো আমরা প্রায়ই শুনতে পাই যে, আব্বু এই টাকা আমার আর এইগুলো আপনার, আর কত দেবো? বারবার কেন চেয়ে থাকেন? কিছুদিন আগেই তো দিয়েছিলাম? এত তাড়াতাড়ি টাকা শেষ করে ফেলেছেন? সব কি আপনাকে দিয়ে দেবো? এখন মাস শেষ হওয়ার আগে টাকা চেয়ে বসবেন না

পিতার অবস্থা এমন ছিল যে, তিনি নিজের উপার্জন দিয়ে আমাদের খাইয়ে খুশি হতেন, তার টাকায় যখন আমরা আরাম-আয়েশ করতাম