Book Name:Baap Ki Azmat o Shan

থাকে অন্তত তাকে Acknowledge (স্বীকার) তো করুন, পিতার ভালোবাসার কখনো তো প্রতিদান দিন কখনো ছেলেও পিতাকে বলে দিক যে, আজকে আমি যা কিছু হয়েছি আপনার কারণেই হয়েছি, এটা শোনার পর নিশ্চয়ই পিতার চোখে পানি এসে যাবে

হাদীসে মুবারাকায় পিতার ফযীলত

কিছু লোক শুধুমাত্র মায়ের সাথে সম্পর্ক রাখে এবং পিতার সাথে ঝগড়া করে, এমনটা করা উচিত নয়, পিতারও সম্মান শ্রদ্ধা করা অপরিহার্য আল্লাহ পাকের শেষ নবী صَلَّی اللہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمَ  ইরশাদ করেছেন: পিতা জান্নাতের মধ্যবর্তী দরজা, তোমার ইচ্ছা তুমি তার হেফাজত কর অথবা তাকে ছেড়ে দাও (তিরমিযী, কিতাবুল বিররি ওয়াস সিলাহ, /৩৫৯, হাদীস: ১৯০৬) এক হাদীসে ইরশাদ করেছেন: সন্তান পিতার হক আদায় করতে পারবে না, এমনকি যদিও সন্তান নিজের পিতাকে গোলাম হিসেবে পেলো এবং তাকে কিনে আজাদ করে দেয় (মুসলিম, কিতাবুল ইতক, পৃষ্ঠা ৬২৪, হাদীস: ৩৭৯৯) অন্য এক স্থানে হাদীস শরীফে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ইরশাদ করেছেন যে, আল্লাহ পাকের সন্তুষ্টি পিতার সন্তুষ্টিতে এবং আল্লাহ পাকের অসন্তুষ্টি পিতার অসন্তুষ্টিতে নিহিত (তিরমিযী, কিতাবুল বিররি ওয়াস সিলাহ, /৩৬০, হাদীস: ১৯০৭) সহজ ভাষায় বলা যায় যে, যার উপর পিতা খুশি তার উপর আল্লাহ পাক খুশি এবং যার উপর পিতা অসন্তুষ্ট তার উপর আল্লাহ পাক অসন্তুষ্ট আল্লাহ পাকের প্রিয় নবী صَلَّی اللہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمَ  এর দরবারে কেউ উপস্থিত হয়ে আরজ করলেন: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمَ ! আমার উত্তম চরিত্রের সবচেয়ে বেশি হকদার কে? ইরশাদ করলেন: তোমার মা সে আবার আরজ করল: এরপর কে? ইরশাদ করলেন: তোমার মা সে আবার আরজ করল: