Book Name:Baap Ki Azmat o Shan
তখন তিনি কখনো খারাপ মনে করতেন না। তিনি আমাদের খাওয়ানোর সময় কখনো বলেননি যে, আমাকে বাড়ি বিক্রি করতে হবে। তিনি নিজের গ্রাস থামিয়ে আমাদের মুখে তুলে দিতেন, পিতা নিজে নতুন পোশাক কম পরিধান করতেন কিন্তু আমাদের জন্য নতুন নতুন পোশাক ও নতুন নতুন জুতো এনে দিতেন, যা আমরা চাইতাম আমাদের পিতা তা পূরণ করতেন, আমরা কি কখনো ভেবেছি যে, আমাদের পিতা নিজের জন্য কবে কিছু কিনেছেন? কখনো বলেছেন কি যে, বেটা আজ এই জুতো গুলো খুব পছন্দ হয়েছে, আমি নিজের জন্য এনেছি, আরে না না, বরং পিতার মুখে সবসময় এটাই থাকত যে, আমি আমার ছেলের জন্য এনেছি, আমার মেয়ের জন্য এনেছি, আমার স্ত্রীর জন্য এনেছি।
মা-বাবা অসাধারণ সত্তা, তারা নিজের জন্য নয়, নিজের সন্তানদের জন্য বাঁচেন এবং যখন সন্তান বড় হয়ে মা-বাবার সাথে বেয়াদবি ও খারাপ আচরণ করে, মনোকষ্ট দেয়, তখন এতে মা-বাবার মন কতটা কষ্ট পায়? কিতাবগুলোতে পিতার আদব সম্পর্কে এই পর্যন্ত লেখা আছে যে, "সন্তান পিতার সামনে এমনভাবে থাকবে যেমন একজন গোলাম তার মালিকের সামনে থাকে।" (তাফসীরে দুররে মনসুর, পারা ১৫, বনী ইসরাঈল, ২৪নং আয়াতের পাদটিকা, ৫/২৫৯) পিতা যখন ছেলেকে কোন আদেশ করে তখন ছেলে বলবে লাব্বাইক, এটা পিতার প্রতি সন্তানের হক ও আদব। আজ পরিস্থিতি এমন পর্যন্ত পৌঁছে গেছে যে, সন্তান পিতা হয়েছে আর পিতা গোলাম হয়েছে এখন পিতা বলেন যে, বেটা কিছু টাকা দরকার, ছেলে অস্বীকার করে বলে যে, আমার কাছে টাকা নেই বা পিতা বলে বেটা এদিকে আসো একটু কাজ আছে, তখন ছেলে উত্তর দেয় যে, আমার কাছে সময় নেই।