Book Name:ALLAH Pak Se Muhabbat Karne Walon Ke Waqiaat

হযরত ওমর ফারুক  رَضِیَ اللهُ عَنْہُ  থেকে বর্ণিত যে, রাসূলূল্লাহ
صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: নিশ্চয় আল্লাহ পাকের বান্দাদের মধ্য থেকে কিছু লোক এমন রয়েছে যারা আম্বিয়াও নয়, শহীদও নয়, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ পাকের দরবারে তাঁদের পদ-মর্যাদা দেখে আম্বিয়ায়ে কিরাম  عَلَیْہِ السَّلَام  এবং শুহাদাগণ  رَحِمَہُمُ اللهُ عَلَیْہِمْ اَجْمَعِیْن  ঈর্ষা করবেন লোকেরা আরয করলো: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! আমাদেরকে বলুন যে, তারা কারা হবেন? ইরশাদ করলেন: তারা হলো সমস্ত লোক, যারা একে অপরকে আল্লাহ পাককে ভালবাসার কারণে ভালবাসা পোষণ করে, অথচ তাদের মাঝে না কোন আত্মীয়তার সম্পর্ক হবে এবং না কোন সম্পদের লেনদেনের ব্যাপার, আল্লাহর শপথ! এসব লোকেদের চেহারা (কিয়ামতের দিন) নূর হবে এবং নিঃসন্দেহে এই লোকেরা নূরের উপর হবে এবং যখন সব লোক ভীত সন্ত্রস্ত হবে, তখন এই লোকেরা নির্ভয় হবে এবং যখন লোকেরা চিন্তাগ্রস্থ হবে তখন এই লোকেদের কোন চিন্তা থাকবে না

(মিশকাতুল মাসাবিহ, কিতাবুল আদব, বাবুল হুব্বে ফিল্লাহ..., /২১৯, হাদীস ৫০১২)

ে আশিকানে আউলিয়া! আপনারা শুনলেন যে, আল্লাহ পাককে ভালবাসা পোষণকারী এবং আল্লাহ পাকেরই সন্তুষ্টির জন্য কাউকে ভালবাসা পোষণকারীকে কিরূপ শান ও মহত্ব প্রদান করা হবে যে, কাল কিয়ামতের দিন যখন নফসী নফসীর অবস্থা হবে, লোকেরা চিন্তাগ্রস্থ হবে তখন সেই সৌভাগ্যবানদের কোন চিন্তা এবং কষ্ট থাকবে না আর তাঁদের খুবই সুন্দর পদ্ধতিতে সম্ভাষন জানানো হবে যে, আল্লাহ পাক তাঁদের জন্য নূরের মিম্বর পাতবেন এবং সম্মান ও মহত্বের আসনে বসাবেন। সুতরাং আমাদেরও উচিৎ যে, আমরাও আল্লাহ পাকের সন্তুষ্টি এবং তাঁর প্রিয় রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর ভালবাসা নিজের অন্তরে সৃষ্টি করি এবং তাঁদের সন্তুষ্টিকেই নিজের বন্ধুত্ব ও শত্রুতার মানদন্ড বানাই, اَلْحَمْدُ لِلّٰه এর জন্য আশিকানে রাসূলের দ্বীনি