Book Name:ALLAH Pak Se Muhabbat Karne Walon Ke Waqiaat
সংগঠন দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশ হলো একটি উত্তম উপায়, দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশ না শুধু আল্লাহ পাক এবং তাঁর প্রিয় রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর ভালবাসার সুধা পান করায় বরং শুধুমাত্র আল্লাহ পাকের বন্ধুদের সাথেই বন্ধুত্ব করার দ্বীনি মানসিকতা প্রদান করা হয়, এই দ্বীনি পরিবেশের বরকতে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যে মাসলমানদেরকে ভালবাসা ও সহানুভূতির প্রেরণা সৃষ্টি হয় আর নিজের সংশোধনের পাশাপাশি দুনিয়ার মুসলমানদের সংশোধনের চেষ্টা করার অস্থিরতাও সৃষ্টি হয়, সুতরাং আপনিও আল্লাহ পাকের ভালবাসা আরো বৃদ্ধি করতে, প্রিয় আক্বা, মক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সুন্নাতকে প্রসার করতে, নিজেকে এবং অন্যান্য মুসলমানদেরকে গুনাহ থেকে বাঁচাতে ও নেকীর পথে আনার জন্য এই দ্বীনি পরিবেশের সাথে সর্বদা সম্পৃক্ত থাকুন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! একজন মুসলমানের তার সৃষ্টিকর্তা ও পালনকর্তার প্রতি যতটুকু ভালবাসা থাকা উচিৎ, ততটুকু পুরো সৃষ্টি জগতে আর কারো জন্য থাকা উচিৎ নয়, এতেই ঈমানের নিদর্শন ও স্বাদ বিদ্যমান। নিঃসন্দেহে আমাদের মধ্য হতে প্রত্যেকে এই বিষয়ের দাবি তো করি যে, আমি আমার রব তায়ালাকে ভালবাসি, কিন্তু দূর্ভাগ্যক্রমে আমাদের কর্মকান্ড এর বিপরীত, যেন আমাদের আচার আচরণই আমাদের কথাবার্তাকে সরাসরি অস্বীকার করছে, আমাদের আমলী অবস্থা দ্বারা এমন মনে হয় যে, আমাদের নিজের সৃষ্টিকর্তার প্রতি এতটুকুও ভালবাসা নেই যতটুকু ভালবাসা সৃষ্টির প্রতি রয়েছে, কোন এক জ্ঞানী ঠিকই বলেচেন যে, “করার মতো কাজ করো, নয়তো না করার মতো কাজে লিপ্ত হয়ে যাবে”, দূর্ভাগ্যজনক ভাবে আজকাল আমরা না করার মতো কাজে এমনভাবে ব্যস্ত হয়ে গেছি যে, করার মতো কাজের দিকে মনোযোগই আর রইলো না, দুনিয়ার চিন্তায় এতোই লিপ্ত যে, আখিরাতের চিন্তা