Book Name:Baap Ki Azmat o Shan

১০০ দিনারে কি বরকত আছে? সে বলল: বরকত নেই সকালে উঠে সেই ব্যক্তি তার স্ত্রীকে বলল: আমাকে স্বপ্নে একটি জায়গা দেখানো হয়েছে যে, সেখানে ১০০ দিনার আছে, কিন্তু আমি নিতে অস্বীকার করেছি কারণ সেগুলোতে বরকত নেই স্ত্রী বলল: অদ্ভুত লোক! আগে উত্তরাধীকার ছেড়ে দিলে, উত্তরাধিকার থেকেও কিছু নিলে না, এখন ১০০ দিনার পাচ্ছ, তুমি তো গরীব এগুলো তো নিতে পারতে সে বলল: আমি সেই মাল চাই না যাতে বরকত নেই দ্বিতীয় রাতে সে ঘুমিয়ে পড়ল, তারপর স্বপ্নে একটি জায়গা দেখতে পেল যে, অমুক জায়গায় সোনার ১০ আশরাফী আছে, সেগুলো নিয়ে নাও সে বলল: সেগুলোতে কি বরকত আছে? বলা হলো: সেগুলোতে বরকত নেই সকালে উঠে সেই ব্যক্তি তার স্ত্রীকে বলল, স্ত্রী বলল: অদ্ভুত লোক! ১০০ দিনার থেকে ১০ নেমে এসেছে, ১০টা তো নিতে পারতে সে বলল: বরকত নেই কাজেই আমি চাই না তৃতীয় রাতে ঘুমিয়ে পড়ল, তখন আবার স্বপ্নে একটি জায়গা দেখানো হলো যে, সেখানে একটি দিনার আছে, সেটা নিয়ে নাও সে জিজ্ঞাসা করল: এটাতে কি বরকত আছে? স্বপ্নে বলা হলো: হ্যাঁ! এটাতে বরকত আছে সুতরাং সেই ব্যক্তি সকালে উঠে সেই জায়গায় গেল এবং সেখান থেকে একটি দিনার তুলে নিয়ে আসল এরপর সে সেই দিনার দিয়ে ঘরের লোকদের জন্য দুটি মাছ কিনল, যাতে আর কিছু না হলেও অন্তত ঘরের লোকদের ভালো খাবার দিতে পারে যখন ঘরে এল এবং সে দুটি মাছের পেট কাটল তখন সেই দুটি মাছের পেট থেকে একটি করে মুক্তা বের হল এগুলি খুব অদ্ভুত Unique (অনন্য) মুক্তা ছিল, সে এগুলো নিজের কাছে রেখে দিল