Book Name:Zulf e Mustfa Ki Qasam

ঘনে অর রঙ মে কালে মেরে সরকার কে গেসো

আমাদের প্রিয় নবী   صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم   সর্বদা মাথার চুল সম্পূর্ণ রাখতেন (অর্থাৎ কখনো এমন হয়নি যে, কিছু অংশ ছাঁটা আর কিছু রাখা হয়েছে, রাখলে পুরো মাথার চুল রাখতেন, মুণ্ডন করালে পুরো মাথা মুণ্ডন করাতেন)। তাঁর পবিত্র চুল কখনো কানের অর্ধেক পর্যন্ত থাকত, (আশ শামায়িলুল মাহমদীয়া, বাবু মা জাআ ফি শেরে রাসূলুল্লাহ, ১০৪ পৃ:, হাদিস: ২৪) কখনো কানের লতি পর্যন্ত, আর কখনো তা বেড়ে পবিত্র কাঁধ পর্যন্ত ঝুলে চুম্বন করত

(আশ শামায়িলুল মাহমদীয়া, বাবু মা জাআ ফি শেরে রাসূলুল্লাহ, ১০৬-১০৭ পৃ:, হাদিস: ২৫-২৬)

گوش تک سنتے تھے فریاد اب آئے تا دوش

کہ  بنیں  خانہ  بدوشوں  کو  سہارے  گیسو

ব্যাখ্যা: পবিত্র চুল যখন কান পর্যন্ত ছিল, তখন তাতে ইঙ্গিত ছিল যে, হে উম্মতগণ! এই পবিত্র কান তোমাদের ফরিয়াদ শোনার জন্য  এখন যখন পবিত্র কাঁধ পর্যন্ত এসেছেন, তখন যেন ইঙ্গিত দিচ্ছেন যে, হে আশ্রয়হীন উম্মতগণ! ভয় পেও না, এই পবিত্র কাঁধ তোমাদের আশ্রয়ের জন্য

মাথা ও দাড়িতে তেল লাগাতেন

আমাদের প্রিয় নবী   صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم   তাঁর পবিত্র মাথা দাড়িতে তেল লাগাতেন, চিরুনি করতেন এবং মাথার মাঝখানে সিঁথি কাটতেন  হযরত আনাস বিন মালিক  رَضِیَ اللهُ عَنْہُ  বলেন: আল্লাহ পাকের প্রিয় মাহবুব
   صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم   অধিকাংশ সময় পবিত্র মাথায় তেল লাগাতেন এবং পবিত্র দাড়িতে চিরুনি করতেন এবং প্রায়শই পবিত্র মাথায় কাপড় রাখতেন, এমনকি সেই কাপড় তেলে ভেজা থাকত

(আল-শামায়িলুল মুহাম্মাদিয়া, বাবু মা জাআ ফি তারাজ্জুলিল রাসূল্লিল্লাহ, ১১৪ পৃ:, হাদিস: ৩৩)

شانہ ہے پنجۂ قدرت ترے بالوں کے لئے