Book Name:Zulf e Mustfa Ki Qasam

ফরয এই কারণে তালা খুলছে না আমি পর্দা রক্ষা করে সবাইকে বললাম, যাও এবং আবার পবিত্রতা অর্জন করে এস! যখন সেই জুনুবী ব্যক্তি জনসমাবেশ থেকে বাইরে গেল , তখন তালা সহজেই খুলে গেল এবং আমরা সবাই যিয়ারত করলাম

(আনফাসুল আরিফীন (অনুবাদকৃত), ১১৭ পৃ:, সামান্য পরিবর্তন সহকারে)

کعبۂ جاں کو پنھایا ہے غلافِ مشکیں

اُڑ  کر  آئے ہیں   جو  اَبرو  پہ  تمہارے  گیسو

কাবায়ে জাঁ কো পিনহায়া হে গিলাফ মুশকি

উড় কর আয়ে হাঁয় জো আবরো পে তুমহারে গেসো

ব্যাখ্যা: জুলফে মুস্তফা   صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم   উড়ে কখনো পবিত্র চেহারার উপর আসত এই শেরে আলা হযরত  رَحْمَۃُ اللهِ عَلَیْہِ  সেই সুন্দর দৃশ্যটি বর্ণনা করেছেন যে, ইয়া রাসূলাল্লাহ !   صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم   যখন আপনার পবিত্র জুলফ উড়ে পবিত্র চেহারাকে ঢেকে নেয়, তখন এমন মনে হয় যেন কাবা শরীফকে সুগন্ধে ভরা একটি গেলাফ পরিয়ে দেওয়া হয়েছে

পবিত্র চুল শিফাদানকারী

্রিয় ইসলামী ভাইয়েরা! আলহামদুলিল্লাহ! রাসূলে খোদা
  صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم   মুশকিল কুশা, হাজত রাওয়া।  আল্লাহ পাকের অনুগ্রহে তাঁর পবিত্র চুলকেও এই মর্যাদা দান করা হয়েছে যে, পবিত্র চুলের বরকতে প্রতিটি রোগ থেকে আরোগ্য লাভ হয়।  রেওয়ায়েতসমূহে রয়েছে: হুদায়বিয়া নামক স্থানে প্রিয় নবী   صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم   চুল কেটে সমস্ত চুল মুবারক একটি সবুজ গাছে রেখেছিলেন। সাহাবায়ে কেরাম  رَضِیَ اللهُ عَنْہُ مْ اَجْمَعِين সেই গাছের নিচে সমবেত হলেন এবং একে অপরের কাছ থেকে চুলগুলো নিতে লাগলেন।  হযরত উম্মে উমারা رَضِیَ اللهُ عَنْہَا বলেন যে, আমিও কিছু চুল সংগ্রহ করেছিলাম।  নবী করীম   صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم   এর বাহ্যিক ওফাতের পর যখন কেউ অসুস্থ হত, তখন আমি সেই পবিত্র