Book Name:Zulf e Mustfa Ki Qasam
আপনার স্ত্রী উম্মে তামিম رَضِیَ اللهُ عَنْہَا, আপনার পবিত্র টুপি এনেছি যার বরকতে শত্রুদের উপর বিজয় লাভ করা যেত। হযরত খালিদ বিন ওয়ালিদ رَضِیَ اللهُ عَنْہُ পবিত্র টুপি পরলেন। হাদিস বর্ণনাকারী শপথ করে বলেন যে, হযরত খালিদ বিন ওয়ালিদ رَضِیَ اللهُ عَنْہُ টুপি পরে যখন কাফেরদের উপর আক্রমণ করলেন, তখন কাফেরদের সেনাবাহিনীর পা সরে গেল এবং মুসলমানরা বিজয় লাভ করল।
(ফাতহুশ শাম, জাবলাতু ইয়াহারিবু খালিদা, খন্ড: ১, পৃ: ১৪২-১৪৫ সারসংক্ষেপ)
لیئے آئی اُمِّ تمیم جو ٹوپی فتح تھی اس میں
بدل دَیں جنگ کے نقشے میرے سرکار کے گیسو
লিয়ে আয়ি উম্মে তামিম জো টোটি ফাতাহ থি উস মে
বদল দেয় জঙ্গ কে নকশে মেরে সরকার কে গেসো
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
পবিত্র চুল মুবারক ওলীদের সাহায্যকারী
প্রিয় ইসলামী ভাইয়েরা! পবিত্র চুলের ২টি গুরুত্বপূর্ণ বরকত হল: (১) পবিত্র চুল শিফাদানকারী (২) পবিত্র চুল আল্লাহ পাকের দান থেকে মুশকিল কুশা, হাজত রাওয়া এবং ফাতাহ বক্স। পবিত্র চুল মুবারকের তৃতীয় এবং গুরুত্বপূর্ণ বরকত হল যে, ! اَلْحَمْدُ لِلّٰه আমার প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রিয় প্রিয় পবিত্র চুল মুবারক আল্লাহ পাকের অনুগ্রহে ওলীকেও দানকারী। হ্যাঁ! পবিত্র চুলের আদব ও সম্মান করার বরকতে আল্লাহ পাক বেলায়াতও দান করেন। সায়্যিদি দাতা গঞ্জ বখশ হাজভেরি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: হযরত আবুল আব্বাস মাহদি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ মারূ নামক অঞ্চলের একটি সচ্ছল ও সমৃদ্ধ পরিবারের উজ্জ্বল প্রদীপ ছিলেন। পিতার ইন্তেকালের পর তিনি উত্তরাধিকার সূত্রে প্রচুর ধনসম্পদ লাভ করেন। একবার তিনি জানতে পারলেন যে, অমুক ব্যক্তির কাছে রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দুটি পবিত্র চুল মুবারক রয়েছে। তাঁর