Book Name:Zulf e Mustfa Ki Qasam

চুলগুলো পানিতে ডুবিয়ে রোগীকে পানি পান করাতাম, এতে আল্লাহ পাক তাকে সুস্থতা দান করতেন (মাদারিজুন নবুয়ত, ওয়াসলে কাশতন সাহাবা শাতরান, অংশ: , পৃ: ২১৭)

وہ کرم کی گھٹا گیسوئے مشک سا                                     لکۂ اَبرِ رأفَت پہ لاکھوں سلام

 

ওহ করম কি ঘঠা গেসোয়ে মুশক সা      লাককায়ে আবরে রাফাত পে লাখো সালাম

ব্যাখ্যা: সায়্যিদি আলা হযরত  رَحْمَۃُ اللهِ عَلَیْہِ  বলেন: ক্ষমা দয়ার কালো মেঘ অর্থাৎ মুস্তফার চুল মুবারক, যা থেকে কস্তুরীর চেয়েও বেশি সুগন্ধ আসত, সেই দয়ার মেঘের টুকরাগুলোতে (পবিত্র চুল মুবারকে) লক্ষ লক্ষ সালাম

চুল মুবারক দ্বারা শিফা পাওয়া যায়

হযরত উসমান বিন আবদুল্লাহ বিন মাওহাব  رَحْمَۃُ اللهِ عَلَیْہِ  থেকে বর্ণিত: আমার পরিবারের লোকেরা আমাকে এক বাটি পানি দিয়ে উম্মুল মুমিনীন হযরত উম্মে সালামা رَضِیَ اللهُ عَنْہَا এর কাছে পাঠিয়েছিল  হযরত উম্মে সালামা رَضِیَ اللهُ عَنْہَا হুযূরে আকরাম   صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم   এর পবিত্র চুল একটি ছোট বাক্সে রেখেছিলেন  আমি বাক্সে উঁকি দিয়ে কয়েকটি লাল চুল দেখলাম (বুখারী, কিতাবুল লিবাস, বাবু মা ইয়াযকুরু ফিশ শাইবি, ১৪৮০ পৃ:, হাদিস: ৫৮৯৬)

হযরত আল্লামা মোল্লা আলী ক্বারী  رَحْمَۃُ اللهِ عَلَیْہِ  এই পবিত্র হাদিসের ব্যাখ্যায় বলেন: উম্মুল মুমিনীন হযরত উম্মে সালামা رَضِیَ اللهُ عَنْہَا এর কাছে হুযূর আনওয়ার   صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم   এর কিছু পবিত্র চুল ছিল, যা তিনি একটি রূপার ছোট বাক্সে রেখেছিলেন  মানুষ যখন অসুস্থ হত, তখন তারা এই পবিত্র চুলগুলো থেকে বরকত লাভ করত এবং সেগুলোর বরকতে আরোগ্য কামনা করত রাসূল   صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم   এর পবিত্র চুল একটি পানির পাত্রে রেখে সেই পানি পান করত, ফলে তারা আরোগ্য লাভ করত

(উমদাতুল ক্বারী, কিতাবুল লিবাস, বাবু ইয়াযকুরু ফিশ শাইবি, খন্ড: ১৫, পৃ: ৯৪, হাদিসের পাদটীকা: ৫৮৯৬)