Book Name:Zulf e Mustfa Ki Qasam

প্রিয় ইসলামী ভাইয়েরা! এই পবিত্র হাদিস থেকে ২টি মাসআলা জানা গেল: () সাহাবায়ে কেরাম  رَضِیَ اللهُ عَنْہُ مْ হুযূর   صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم   এর পবিত্র চুল বরকতের জন্য নিজেদের ঘরে রাখতেন () সাহাবায়ে কেরাম  رَضِیَ اللهُ عَنْہُ مْ পবিত্র চুলগুলোর প্রতি অসাধারণ আদব সম্মান প্রদর্শন করতেন যে, সেগুলোকে রাখার জন্য বিশেষ মূল্যবান ছোট বাক্স তৈরি করতেন এবং তাতে সুগন্ধি মাখাতেন

(মিরাতুল মানাজীহ, খন্ড: , পৃ: ২৪৯, সামান্য পরিবর্তন সহকারে)

পবিত্র চুলের সম্মান করা ফরয

আলা হযরত ইমাম আহমদ রযা  رَحْمَۃُ اللهِ عَلَیْہِ  বলেন: আয়াত আহাদীসের নকশা (অর্থাৎ পৃষ্ঠায় দৃশ্যমান শব্দাবলী) এর সম্মান করা যেমন ফরয, তেমনি হুযুর পুরনূর   صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم   এর রিদা (চাদর) কামিস বিশেষত নখ পবিত্র চুলের (সম্মান করাও ফরয)।

(ফতোওয়ায়ে রযবীয়া, খন্ড: , পৃ: ১১৮-১১৯ সামান্য পরিবর্তন সহকারে)

পবিত্র চুল বিজয় দানকারী

হে আশিকানে রাসূল! !  اَلْحَمْدُ لِلّٰه  আমাদের আক্বা মাওলা, মাক্কী মাদানী মুস্তফা   صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم   এর পবিত্র চুল শিফাদানকারীও, এর সাথে সাথে বিজয় দানকারীও  হ্যাঁ! পবিত্র চুলের বরকতে বিপদ দূর হয় এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে এর বরকতে সফলতা নসিব হয়  যেমন প্রসিদ্ধ সাহাবীয়ে রাসূল হযরত খালিদ বিন ওয়ালিদ  رَضِیَ اللهُ عَنْہُ  বলেন যে (সৌভাগ্যক্রমে) হুযূর   صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم   এর পবিত্র কপালের চুল আমার কাছে ছিল  আমি সেগুলোকে আমার টুপির সামনে সেলাই করে রেখেছিলাম (এই চুলগুলোর বরকত ছিল যে,) সারা জীবন প্রতিটি জিহাদে বিজয় সাহায্য লাভ হত (মুজামু কবীর, খন্ড: , পৃ: ৩৭১৪)

فقط اس واسطے خالِد نے ہر اک معرکہ جیتا