Book Name:Zulf e Mustfa Ki Qasam

রাসূল   صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم   এর নবুয়তের উপর আপত্তি উত্থাপন করেছিল, তখন আল্লাহ পাক বলেছিলেন: হে মাহবুব !   صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم   তাদের বলুন!

 

فَقَدْ لَبِثْتُ فِیْكُمْ عُمُرًا مِّنْ قَبْلِهٖؕ-اَفَلَا تَعْقِلُوْنَ(۱۶)

(পারা: ১১, সূরা: ইউনুস, আয়াত: ১৬)  কানযুল ঈমানের অনুবাদ: অতঃপর আমি এর পূর্বে তোমাদের মধ্যে স্বীয় একটা আয়ুষ্কাল অতিবাহিত করেছি সুতরাং তোমাদের কি বিবেক নেই?

 

অর্থাৎ হে মক্কার কাফেররা! আমি তোমাদের মাঝে, তোমাদের চোখের সামনে ৪০ বছরের জীবন কাটিয়েছি, তোমরা আমার সত্যতাও চেনো, আমার আমানতদারীও খুব ভালোভাবে চেনো, আমার তারুণ্যের বয়সও তোমাদের চোখের সামনে কেটেছে, তোমরা খুব ভালোভাবে জানো যে, আমি কখনো আল্লাহ পাকের অবাধ্যতা করিনি, (তাফসীরে কুরতুবী, পারা: ১১, সূরা ইউনুস, আয়াতের পাদটীকা: ১৬, খন্ড: , পৃ: ১৬২) (কখনো মিথ্যা বলিনি, তাহলে কি এখন আমি আল্লাহ পাকের উপর মিথ্যা আরোপ করব, এই মিথ্যা দাবি করব যে, আল্লাহ পাক আমাকে নবী বানিয়েছেন এবং আমার উপর কিতাব নাযিল করেছেন...? তোমাদের কি বিবেক নেই...?)

تری صُورت تری سیرت زمانے سے نرالی ہے

تری ہر ہر ادا پیارے دلیلِ بےمثالی ہے

তেরি সূরত তেরি সিরত যমানে সে নিরালী হে

তেরি হার হার আদা পিয়ারে দলিল বে মেসালী হে

(যওকে নাত, ২৩০ পৃ:)

অমুসলিম কালেমা পড়ে মুসলমান হয়ে গেল

্রিয় ইসলামী ভাইয়েরা! !  اَلْحَمْدُ لِلّٰه  এইগুলো আমার প্রিয় নবী
  صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم   এর মহিমা, আল্লাহ পাক তাঁকে প্রতিটি দোষ থেকে মুক্ত রেখেছেন।  কথাটি একেবারেই স্পষ্ট, কিন্তু নির্বুদ্ধিতার কী