Book Name:Zulf e Mustfa Ki Qasam
کیسے ہاتھوں نے شہا! تیرے سنوارے گیسو
(হিদায়িকে বখশিশ, ১২১ পৃ:)
শানাহ হে পানজায়ে কুদরত তেরে বালো কে লিয়ে
কেইসে হাতো নে শাহা! তেরে সানওয়ারে গেসো
ব্যাখ্যা: রাসূলে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর পবিত্র হাতকে আল্লাহ পাক ‘یدُالله’ (আল্লাহর হাত) বলেছেন। سُبْحَانَ الله ! এগুলো কেমন কুদরতি হাত, যদি এগুলোর ইশারা হয়, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, ডুবে যাওয়া সূর্য ফিরে আসে, অসুস্থের উপর রাখলে সে সুস্থ হয়ে যায়। এমন পূর্ণ কুদরতি হাত দিয়ে তিনি চুল আঁচড়াতেন। আলা হযরত এ সম্পর্কেই বলেন: ইয়া রাসূলাল্লাহ ! صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কুদরতের হাত (অর্থাৎ সেই পবিত্র হাত যা یدُالله, পূর্ণ কুদরতি) আপনার চুলের জন্য চিরুনি। ! مَاشَآءَالله হে শাহে কওনাইন ! صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কেমন হাত দিয়ে আপনার চুলগুলি সাজানো হয়েছে।
প্রিয় ইসলামী ভাইয়েরা! আল্লাহ পাক তার প্রিয় হাবীব
صَلَّی اللهُ
عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর পবিত্র চুলকে অনন্য মর্যাদা দান করেছেন। যেমনিভাবে তাঁর পবিত্র জীবন নির্দোষ, তেমনি তাঁর পবিত্র চুলও নির্দোষ। যেভাবে তাঁর মাথা থেকে পা পর্যন্ত অলৌকিক, তেমনি তাঁর পবিত্র চুলকেও অলৌকিক মর্যাদা দেওয়া হয়েছে।
اِک عمر مِلا لُمْس تجھے دستِ نبی کا
جب ریشِ نبی میں تُو رہا موئے مبارک
ہجرت کے مراحِل ہوں کہ معراجِ نبی ہو
تھے ہمسفرِ ثور و حرا موئے مبارک
ہر آن رفاقت اسے آقا کی ملی تھی
سدرہ سے وراء ساتھ رہا موئے مبارک
এক উমর মিলা লুমস তুঝে দস্তে নবী কা