Book Name:Zulf e Mustfa Ki Qasam

মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে, সে প্রতিটি শোনা কথা বর্ণনা করে(মুসলিম, আল মুকাদ্দামা, বাবুন নাহী আনিল হাদিস বিকুল্লি মা সামিআ, ১২ পৃ:, হাদিস: ) তাই এমন রেওয়ায়েত সম্বলিত মেসেজ এবং পোস্ট শেয়ার করা থেকে বিরত থাকা অত্যন্ত জরুরি  (দারুল ইফতা আহলে সুন্নাত, অপ্রকাশিত, ফতোওয়া নাম্বার: ৪৮৯৩ Pin) আল্লাহ পাক আমাদেরকে সঠিক ইসলামী আহকাম শেখার এবং সেগুলোর উপর আমল করার তৌফিক দান করুন اٰمِين بِجا هِ خَاتَمِ النَّبِيّٖن  صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم   

আসমাউল হুসনার বরকত (ওয়াযীফা)

یَا کَبِیْرُ

যে ব্যক্তি বার یَا کَبِیْرُ পাঠ করে কোনো অসুস্থ ব্যক্তির উপর ফুঁক দেবে, সে সুস্থ হয়ে যাবে  ! اِنْ شَآءَ الله

আল্লাহ পাক আমাদের আমলের তাওফীক দান করুন

اٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّٖن  صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد