Book Name:Zulf e Mustfa Ki Qasam
اَلْحَمْدُ لِلّٰہِ رَبِّ الْعٰلَمِیْنَ وَ الصَّلٰوۃُ وَالسَّلَامُ عَلٰی سَیِّدِ الْمُرْسَلِیْنَ ط
اَمَّا بَعْدُ فَاَعُوْذُ بِاللّٰہِ مِنَ الشَّیْطٰنِ الرَّجِیْمِ ط بِسْمِ اللہِ الرَّحْمٰنِ الرَّ حِیْم ط
اَلصَّلٰوۃُ وَ السَّلَامُ عَلَیْكَ یَا رَسُولَ اللہ وَعَلٰی اٰلِكَ وَ اَصْحٰبِكَ یَا حَبِیْبَ اللہ
اَلصَّلٰوۃُ وَ السَّلَامُ عَلَیْكَ یَا نَبِیَّ اللہ وَعَلٰی اٰلِكَ وَ اَصْحٰبِكَ یَا نُوْرَ اللہ
نَـوَیْتُ سُنَّتَ الاعْتِکَاف
(আমি সুন্নাত ইতিকাফের নিয়ত করলাম)
দুরুদ শরীফের ফযীলত
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বাণী: নিঃসন্দেহে তোমাদের নাম ও পরিচয় আমার কাছে পেশ করা হয়, সুতরাং আমার উপর আহসান (অর্থাৎ সর্বোত্তম শব্দে) দরূদ শরীফ পাঠ করো।
(মুসান্নিফ আব্দুর রাজ্জাক, খন্ড: ২, পৃ: ১৪০, হাদিস: ৩১১৬)
দুখো নে তুম কো জো ঘেরা হে তু দুরুদ পড়ো
জো হাযিরি কি তামান্না হে তো দুরুদ পড়ো
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
قَالَ اللهُ تَبَارَکَ وَ تَعَالٰی فِی الْقُرْآنِ الْکَرِیْم (অর্থাৎ আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমে বলেন:
وَ الضُّحٰىۙ(۱) وَ الَّیْلِ اِذَا سَجٰىۙ(۲)
(পারা: ৩০, সূরা: দুহা, আয়াত: ১-২)
صَدَقَ اللهُ الْعَظِيمِ وَ صَدَقَ رَسُولُهُ النَّبِيُّ الْكَرِيمِ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
প্রিয় ইসলামী ভাইয়েরা! আমরা
পারা:
৩০, সূরা
দুহার প্রথম ২ আয়াত শোনার সৌভাগ্য লাভ করেছি।
এই আয়াতগুলোর তিনটি অর্থ বর্ণনা করা হয়েছে: (১) ضُحٰیদ্বারা
উদ্দেশ্য:
যখন
আল্লাহ পাক হযরত মূসা عَلَیْہِالسَّلَام-কে ফেরাউনের বিরুদ্ধে বিজয় দান
করেছিলেন এবং وَالَّیْل দ্বারা
উদ্দেশ্য:
মিরাজের
রাত। (২) দুহা
দ্বারা মুস্তফার জ্ঞানের পবিত্র নূর উদ্দেশ্য এবং وَالَّیْل
দ্বারা
তাঁর ক্ষমা ও উদারতার পবিত্র অভ্যাস উদ্দেশ্য, যেমন রাত যখন
ছেয়ে যায় তখন সবকিছু ঢেকে দেয়, তেমনি নবী করীম