Book Name:Zulf e Mustfa Ki Qasam

আপনাকে সব দোষ-ত্রুটি থেকে মুক্ত করে সৃষ্টি করা হয়েছে, যেন আপনাকে আপনার ইচ্ছানুযায়ী সৃষ্টি করা হয়েছে)

আর হাসসানুল হিন্দ (অর্থাৎ ভারতে হযরত হাসসান বিন সাবিত  رَضِیَ اللهُ عَنْہُ  এর ফায়েযপ্রাপ্ত) ইমামে আহলে সুন্নাত, ইমাম আহমদ রযা
 رَحْمَۃُ اللهِ عَلَیْہِ  কত সুন্দর কথা বলেছেন:

 

وہ کمالِ حُسْنِ حُضُور ہے کہ گمانِ نقص جہاں نہیں

یہی پُھول خار سے دُور ہے، یہی شمع ہے کہ دُھواں نہیں

ওহ কামালে হুসনে হুযুর হে কেহ গুমানে নকসে জাহাঁ নেহী

ইয়েহী ফুল খার সে দূর হে, ইয়েহী শময়ে হে কেহ ধুয়াঁ নেহী

(হিদায়িকে বখশিশ, ১০৭ পৃ:)

ব্যাখ্যা: আমার প্রিয় নবী   صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم   এর সৌন্দর্য এমনই নিখুঁত অতুলনীয় যে, এতে কোনো প্রকার ত্রুটি বা খুঁতের ধারণাও বিদ্যমান নেই এটাই সেই অনন্য ফুল যার সাথে কোনো কাঁটা নেই, এটাই সেই পবিত্র মোমবাতি যার সাথে কোনো ধোঁয়া নেই

পবিত্র সীরাত একটি প্রমাণ

!  اَلْحَمْدُ لِلّٰه  এই বিষয়টি সম্পূর্ণ স্পষ্ট পরিষ্কার যে, আমাদের আক্বা মাওলা   صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم   কে আল্লাহ পাক নির্দোষ রেখেছেন এবং এতটাই নির্দোষ রেখেছেন যে, তাঁর পবিত্র দেহ পোশাকে মাছিকেও বসার অনুমতি দেওয়া হয়নি

(কিতাবুশ শিফা, আল বাবুর রাবে, ফাসলু ওয়া মান যালিক মা যাহার, খন্ড: , পৃ: ২৭৩ সারসংক্ষেপ)

রং এর চেয়েও বড় পবিত্রতা রাসূল   صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم   এর আর কী হতে পারে যে, আল্লাহ পাক তাঁর পবিত্র সীরাত, তাঁর পবিত্র চরিত্র, তাঁর পবিত্র জীবনকে তাঁর নবুয়ত ও সত্যের প্রমাণ বানিয়েছেন। কুরআনে করীমে রয়েছে, যখন মক্কার কাফেররা