Book Name:Zulf e Mustfa Ki Qasam
নিজেও হাদিস শরীফের ফয়যান উপভোগ করুন! এবং অন্যদেরও উৎসাহিত করুন!
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
বয়ানের সমাপ্তির দিকে এসে আসুন! একটি শরয়ী মাসআলা শুনি:
(সঠিক শরয়ী মাসআলা এবং জনগণের মধ্যে প্রচলিত ভুলের প্রতি দৃষ্টি আকর্ষণ)
মাসআলা: রবিউল আউয়ালের মুবারকবাদ দেওয়ার কারণে জান্নাত ওয়াজিব হওয়ার কোনো রেওয়ায়েত নেই।
ব্যাখ্যা: কিছু লোকের মধ্যে এই কথাটি প্রচলিত আছে, বরং অনেকেই সোশ্যাল মিডিয়ায় এমন পোস্টও পাঠাতে থাকে, যেখানে এই ধরনের কথা লেখা থাকে, যে ব্যক্তি রবিউল আউয়ালের প্রথম মুবারকবাদ দিবে, হাদিস শরীফে আছে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। ! مَعَاذَ الله এটা অত্যন্ত দুঃসাহসিক কথা, এমন কোনো রেওয়ায়েত হাদিসের কিতাবসমূহে বিদ্যমান নেই। রবিউল আউয়াল শরীফ নিঃসন্দেহে অত্যন্ত মুবারক মাস, অত্যন্ত মহিমান্বিত ও মর্যাদাপূর্ণ মাস, কিন্তু এই বরকতময় মাস আসার মুবারকবাদ দেওয়ার কারণে জান্নাত ওয়াজিব হয়ে যায়, এই কথাটি বানোয়াট। আর মনে রাখবেন! বানোয়াট কথা প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দিকে ইচ্ছাকৃতভাবে সম্বন্ধ করা হারাম। হাদিস শরীফে আছে: مَنْ کَذَبَ عَلَیَّ مُتَعَمِّدًا فَلْیَتَبَوَّاْ مَقْعَدَہٗ مِنَ النَّارِ “যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার উপর মিথ্যা আরোপ করল, সে যেন জাহান্নামে তার ঠিকানা বানিয়ে নিল।”
(বুখারী, কিতাবুল ইলম, বাবু ইছমুন মান কাযযাবা আলান নবী, ১০৩ পৃ:, হাদিস: ১১০)
এবং যাচাই—বাছাই ছাড়া প্রতিটি শোনা কথা সামনে ছড়ানো উচিত নয়। হাদিস শরীফে আছে: کَفٰی بِالْمَرْء ِکَذِبًا اَنْ یُّحَدِّثَ بِکُلِّ مَا سَمِعَ