Book Name:Zulf e Mustfa Ki Qasam

রূপান্তরিত হল এরই মধ্যে আমার মনে হল যে, বহু বছর ধরে আকাঙ্ক্ষা ছিল যে উম্মতের রক্ষাকর্তা রাসূলে আকরাম   صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم   এর পবিত্র চুল নসিব হোক, আজ কেমন দয়া হবে যদি আমার আক্বা   صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم   আমাকে এই সম্পদ দান করেন  আমার মনে এই চিন্তা আসার সাথে সাথেই রাসূলে খোদা   صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم   আমার মনের কথা জেনে নিলেন এবং নিজের পবিত্র দাড়িতে হাত বুলিয়ে দুটি পবিত্র চুল আমাকে দান করলেন  আমি পবিত্র চুলের সম্পদ লাভ করলাম কিন্তু আমার মনে এই চিন্তা ঘুরপাক খাচ্ছিল যে, আমি স্বপ্নের অবস্থায় আছি, জানি না জাগ্রত হওয়ার পর এই পবিত্র চুল আমার কাছে থাকবে কিনা? আমার এই চিন্তাও নবুয়তের চক্ষু থেকে গোপন থাকেনি, নবীয়ে পাক   صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم   বললেন: বৎস! এই দুটি চুল তোমার কাছেই থাকবে

এরপর, রাসূল   صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم   আমাকে দীর্ঘ জীবন এবং স্বাস্থ্য সুস্থতার সুসংবাদ দান করলেন, আর আমি তৎক্ষণাৎ আরাম পেলাম  এরপর আমার চোখ খুলল, আমি দ্রুত প্রদীপ আনতে বললাম এবং দেখলাম যে সেই দুটি পবিত্র চুল আমার হাতে নেই, আমি দুঃখিত হলাম এবং মনে মনে পুনরায় রিসালতের দরবারে মনোযোগী হলাম ফলস্বরূপ, আমি আবার স্বপ্নে দেখলাম যে উম্মতের দরদী নবী   صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم   তাশরিফ এনেছেন এবং বলছেন: বেটা! আমি দুটি চুল তোমার বালিশের নিচে রেখে দিয়েছি, ওখান থেকে নিয়ে নাও!

জাগ্রত হওয়ার পর আমি বালিশের নিচ থেকে সেই দুটি পবিত্র চুল নিয়ে নিলাম এবং অত্যন্ত সম্মান শ্রদ্ধার সাথে একটি পবিত্র স্থানে সংরক্ষণ করলাম (আনফাসুল আরিফীন (অনুবাদকৃত), ১১৬ পৃ: সামান্য পরিবর্তন সহ)

ادا کرتے ہیں وہ سُنّت صحابہ کی جنہوں نے بھی