Book Name:Zulf e Mustfa Ki Qasam

রাসূল   صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم   এর সেই সীরাত, তাঁর সেই কাজ, সেই চরিত্র, সেই পবিত্র অভ্যাস যা মানুষের সামনে প্রকাশ্য এবং * অন্যটি হল সেই পবিত্র সীরাত, সেই অতুলনীয় চরিত্র, সেই মর্যাদা, সেই গুণাবলী যা মানুষের কাছ থেকে গোপন, একমাত্র আল্লাহ পাকই সেগুলো জানেন !  اَلْحَمْدُ لِلّٰه  সীরাতে মুস্তফার এই দুটি দিকই নিষ্পাপ  সুতরাং আল্লাহ পাক যেন বলছেন: হে প্রিয় মাহবুব !   صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم   আপনার সেই সীরাত, সেই চরিত্র, সেই পবিত্র অভ্যাস যা মানুষের সামনে প্রকাশ্য, তাও নিষ্পাপ, তেমনি আপনার সেই পবিত্র সীরাত, সেই পবিত্র মর্যাদা যা আমার এবং আপনার মধ্যে গোপন রহস্য, তাও নিষ্পাপ  হে প্রিয় মাহবুব !   صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم   আপনার এই উভয় প্রকারের নিষ্পাপ সীরাতের কসম! আপনার রব আপনাকে ত্যাগ করেননি এবং আপনার উপর অসন্তুষ্টও হননি

!  سُبْحَانَ الله  আমার প্রিয় হাবীব   صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم   এর কেমন মর্যাদা! তাঁর জীবনী এত পবিত্র যে, তাঁর রব তাঁর এই পবিত্র জীবনের কসম খাচ্ছেন  দরবারে রিসালতের কবি, সাহাবীয়ে রাসূল হযরত হাসসান বিন সাবিত  رَضِیَ اللهُ عَنْہُ  কত সুন্দর বলেছেন:

وَ اَحْسَنُ مِنْکَ لَمْ تَرَ قَطُّ عَیْنِی                                  وَ اَجْمَلُ مِنْکَ لَمْ تَلِدِ النَّسَآءُ

خُلِقْتَ مُبَرَّءً مِّنْ کُلِّ عَیْبٍ                                                                                             کَاَنَّکَ قَدْ خُلِقْتَ کَمَا تَشَآءُ

ওয়া আহ্সানু মিনকা লাম তারা কাত্তু আইনী,

ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ

খুলিক্বতা মুবাররা'আম মিন কুল্লি 'আইবিন,

কা আন্নাকা ক্বদ খুলিক্বতা কামা তাশাউ

(দিওয়ানে হাসসান বিন সাবিত, ক্বাফিয়াতুল হামযা, খালাকতু মুবাররআন, ৭৫ পৃ:)

(অনুবাদ: আপনার চেয়ে সুন্দর আমার চোখ কখনো দেখেনি, আপনার চেয়ে সুন্দর কোনো মা জন্ম দেননি।