Book Name:Ghous e Pak Ka Ilmi Maqam

সন্তুষ্টি প্রকাশ করলাম, যখন আমরা খাবার খেয়ে নিলাম তখন আমি বাকী খাবার এবং কিছু টাকা তাকে দিয়ে বিদায় দিলাম (কালাইদিল জাওয়াহের, পৃষ্ঠা-)

হে বাইসে বরকত    গাউসে পাক  কমজোড় কি তাকত  গাউসে পাক

হে সাহেবে ইজ্জত   গাউসে পাক  মজবুর কি রাহাত    গাউসে পাক

Æ মারহাবা ইয়া গাউসে পাক   Æ মারহাবা ইয়া গাউসে পাক 

Æ মারহাবা ইয়া গাউসে পাক

ইলমে দ্বীনের প্রতি আগ্রহ

    হযরত সায়িদুনা শায়খ আব্দুল কাদের জিলানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর ইলমে দ্বীন অর্জনের ধরন বড়ই অভিনব ছিলো, তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: আমি আমার ছাত্র জীবনে ওস্তাদের নিকট থেকে সবক নিয়ে জঙ্গলের দিকে চলে যেতাম, অতঃপর জঙ্গল বিরান ভূমিতে দিন হোক বা রাত, ঝড় হোক বা মুষলধারে বৃষ্টি, গরম হোক বা শীত আমার পড়া আমি অব্যাহত রাখতাম, সেই সময় আমি আমার মাথায় একটি ছোট পাগড়ী বাঁধতাম এবং সামান্য সবজী খেয়ে পেটের আগুন বুঝাতাম, কখনো কখনো এই সবজীও পেতাম না, কেননা ক্ষুধার কারণে অন্যান্য অভাবীরাও এদিকে চলে আসতো, এমন পরিস্থিতিতে আমার লজ্জা হতো যে, আমি দরবেশদের হক নষ্ট করি, বাধ্য হয়ে সেখান থেকে চলে যেতাম এবং আমার পড়া অব্যাহত রাখতাম, অতঃপর ঘুম আসলে খালি পেটেই কঙ্করে ভরা মাটিতে শুয়ে পড়তাম (কালাইদিল জাওয়াহের, পৃষ্ঠা-১০)

দিলওয়ায়ে জান্নাত   গাউসে পাক  দো বদীয়ুঁ সে নফরত গাউসে পাক

দো শওকে ইবাদাত  গাউসে পাক  সরকার কি উলফত  গাউসে পাক

Æ মারহাবা ইয়া গাউসে পাক   Æ মারহাবা ইয়া গাউসে পাক

Æ মারহাবা ইয়া গাউসে পাক

    প্রিয় ইসলামী ভাইয়েরা! একটু ভাবুন তো যে, এতই দুঃখ ও কষ্ট সহ্য করে তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ইলমে দ্বীন অর্জন করেছেন, এর পরও কখনো তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِএর মূখ থেকে কোন প্রকার অভিযোগ ও অনুযোগের শব্দ বের হয়নি। এই ঘটনা থেকে আমরা এই মূল্যবান বাগদাদী ফুল পাই যে, যখনি কোন মুসিবত ও পেরেশানী চলে আসে তবে কোরআন ও হাদীসে বর্ণনাকৃত ধৈর্য্য এর ফযিলত ও উৎসাহ উদ্দীপনা সমূহের প্রতি দৃষ্টি রেখে ধৈর্য্য ধারণ করা উচিৎ এবং এই কথাটি মনে গেঁথে রাখা চাই যে, এই দুনিয়া পরীক্ষা কেন্দ্র, এতে যেমন আছে অসংখ্য প্রশান্তি ধায়ক উপায় তেমনি রয়েছে দুঃখ ও