Book Name:Ghous e Pak Ka Ilmi Maqam
ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন! * ইলমে দ্বীন শেখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকবো
* নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! اَلْحَمْدُ لِلّٰه রবিউল আখির মাস আমাদের মাঝে চলমান। এটি ঐ মুবারক মাস, যার ১১তম তারিখে কুতুবে রাব্বানি, গাউসে সামাদানি, কিন্দিলে নূরানী, শাহবাযে লা-মকানী হযরত সায়িদুনা শায়খ আব্দুল কাদের জিলানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর ওরস মুবারক উদযাপন করা হয়, যাকে আশিকানে গাউস গেয়ারভী শরীফও বলে থাকে। এই উপলক্ষ্যে আজ আমরা বাগদাদের জমিনে নিজের নুরানী মাযারে আরামকারী, সেই পবিত্র ব্যক্তিত্বের উত্তম আলোচনা শুনবো, বিশেষ করে তাঁর ইলমী মর্যাদা সম্পর্কে শ্রবণ করবো। যাকে দুনিয়া গউসে আযম উপাধী দ্বারা চেনে। আল্লাহ পাক তাঁকে বেলায়তের সেই মহান মুকুট দান করেছেন যে, তিনি সকল আউলিয়াদের সরদার হয়ে গেছেন। আসুন! সর্ব প্রথম হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর ইলমী শান ও শওকত সম্পর্কে একটি ঈমানোদ্দীপক ঘটনা শ্রবণ করি:
হযরত সায়িদুনা হাফিয আবুল আব্বাস আহমদ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন যে, আমি আল্লামা ইবনে জাওযী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর সাথে একবার হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর ইজতিমায়ে গাউসিয়ায় উপস্থিত ছিলাম, একজন ক্বারী কোরআনে করীমের তিলাওয়াত করলো, তিলাওয়াতের পর হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ওয়ায শুরু করলেন এবং তিলাওয়াতকৃত আয়াতে মুবারাকা হতে একটি আয়াতের তাফসীর বর্ণনা করতে গিয়ে আয়াতের একটি অর্থ বর্ণনা করলেন, আমি আল্লামা ইবনে জাওযী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কে জিজ্ঞাসা করলাম: আপনার কি এই তাফসীর সম্পর্কে জানা আছে? তিনি উত্তর দিলেন: হ্যাঁ! আমার এই তাফসীরী উক্তি জানা আছে, এরপর হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এক এক করে এগারটি তাফসীরী উক্তি আলোচনা করলেন, আমার জিজ্ঞাসার কারণে প্রতিবারই আল্লামা